Madhu Chopra on Priyanka Chopra

‘মায়ের সামনে পারবেন না!’ পরিচালকের প্রস্তাব শুনেই কী করেছিলেন প্রিয়ঙ্কা?

একটি ঘটনার কথা ভাগ করে নেন মধু। এক পরিচালক নাকি প্রিয়ঙ্কাকে গোপনে ডেকেছিলেন চিত্রনাট্য পড়ে শোনাবেন বলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৮:২৫
Share:

পরিচালকের কথায় কড়া পদক্ষেপ করেন প্রিয়ঙ্কা। ছবি: সংগৃহীত।

কন্যাকে নিয়ে গর্বিত মধু চোপড়া। সৌন্দর্য প্রতিযোগিতার খেতাব জেতার পরে অভিনয়ের সফর শুরু করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। সেখান থেকে বলিউড এবং হলিউডে নিজের জায়গা তৈরি করেছেন ‘দেশি গার্ল’। যদিও কেরিয়ারের শুরুর পথ মোটেও মসৃণ ছিল না। প্রথম থেকেই নিজের সিদ্ধান্ত নিজেই নিতে সক্ষম ছিলেন প্রিয়ঙ্কা।

Advertisement

মেয়ের কেরিয়ারের গোড়ার দিকে কি সমস্যায় পড়তে হয়েছিল মধু চোপড়াকে? প্রশ্নের উত্তরে তিনি জানান, কোনও দিনই সমস্যায় পড়তে হয়নি। কারণ, প্রথম থেকেই প্রিয়ঙ্কা একাই সব সিদ্ধান্ত নিতেন। এর পরেই এক বিশেষ ঘটনার কথা ভাগ করে নেন মধু। জানান, এক পরিচালক নাকি প্রিয়ঙ্কাকে গোপনে ডেকেছিলেন চিত্রনাট্য পড়ে শোনাবেন বলে।

শুরুর দিকে মেয়ের সঙ্গে সর্বত্র যেতেন মধু। সেই দিনও প্রিয়ঙ্কার সঙ্গে তিনি পরিচালকের কাছে গিয়েছিলেন। তখন প্রিয়ঙ্কাকে বলা হয়েছিল, “তোমার মাকে বাইরে বসতে বলো। আমরা আলাদা করে তোমাকে চিত্রনাট্য পড়ে শোনাব।” এ কথা শুনেই প্রতিবাদ করেন প্রিয়ঙ্কা। অভিনেত্রী বলেছিলেন, “যে চিত্রনাট্য আপনি আমার মায়ের সামনে পড়ে শোনাতে পারবেন না, সেই ছবিতে আমি কাজ করব বলে আপনার মনে হয়? আমি করব না এই ছবিতে কাজ।”

Advertisement

মধু বলেছেন, “সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছিল। ও সব সময়েই ভাল সিদ্ধান্ত নিতে পারে। কোনও ছবি হাতছাড়া হলে কী হবে— এ নিয়ে কখনওই ভাবেনি। দ্বিতীয় রাস্তার কথা ও সব সময় ভেবে রাখত। ও ভেবেচিন্তে সর্বত্র এগিয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement