মাধুরী দীক্ষিত। ছবি: সংগৃহীত।
মাধুরী দীক্ষিতের কানাডার অনুষ্ঠান নিয়ে বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। অভিযোগ, নির্ধারিত সময়ের থেকে তিন ঘণ্টা দেরিতে আসেন নায়িকা, শুরু হয় বিশৃঙ্খলা। যদিও অভিনেত্রী কানাডাবাসীকে ভালবাসা জানিয়েছেন। তাতে বিতর্ক আরও বেড়ে যায়। অবশেষে অনুষ্ঠানের আয়োজকেরা জানান, গোটা ঘটনায় অভিনেত্রীর কোনও দোষ নেই। তিনি ঠিক সময়েই এসে পৌঁছেছিলেন।
দিনকয়েক আগে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অভিনেত্রীর টিমের তরফে একটা ভুল বোঝাবুঝি হওয়ার কারণেই এমন কাণ্ড ঘটেছে। এ বার একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বৃহস্পতিবার তাঁরা জানান, মাধুরী ভীষণ পেশাদার শিল্পী। তাঁদের স্পষ্ট উল্লেখ, নায়িকা ঠিক সময়েই এসে পৌঁছেছিলেন। অভিনেত্রী সাড়ে ন’টায় অনুষ্ঠানকক্ষে পৌঁছে যান, তার পর পৌনে ন’টা থেকে দশটার মধ্যে মঞ্চে ওঠেন।
তা হলে সমস্যা কোথায় হল? আয়োজকদের দাবি, ভুল বুঝেছে দর্শক। অনুষ্ঠান আয়োজনকারী সংস্থার মুখপাত্র বলেন, ‘‘এটা একটা ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। দর্শক সেটা ‘কনসার্ট’ ভেবে বসেন। তাতেই সমস্যার সূত্রপাত।’’ সেই দিনের অনুষ্ঠানের পর রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে দর্শক। কেউ বলেন, ‘‘কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে, ২ সেকেন্ড করে এক একটা গানে মাধুরী নাচবেন আর মাঝেমধ্যে গল্প করবেন! এটা কী রকম শো?’’ কেউ কেউ আবার আরও বিরক্তি প্রকাশ করে লেখেন, ‘‘অত্যন্ত খারাপ শো। টিকিটের টাকা ফেরানো হোক।’’
শোনা যাচ্ছে, ভারতীয় মুদ্রায় অনুষ্ঠানের টিকিটের মূল্য ছিল ৪০ হাজার টাকা। মন্তব্য, পাল্টা মন্তব্য চললেও বিতর্ক প্রসঙ্গে নীরব অভিনেত্রী।