Mahabharat

লকডাউনে অর্থাভাবেও ভুগেছেন, কোভিডে মারা গেলেন ‘মহাভারত’-এর ‘ইন্দ্র’ সতীশ কল

২০১৫ সালে কোমরের হাড় ভেঙে পরবর্তী আড়াই বছর শয্যাশায়ী ছিলেন। বৃদ্ধাশ্রমে দিন কাটতে থাকে তাঁর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ২০:১৪
Share:

‘মহাভারত’ খ্যাত অভিনেতা সতীশ কল।

প্রয়াত হলেন ‘মহাভারত’ খ্যাত অভিনেতা সতীশ কল। শনিবার ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ইন্দ্র’। কোভিড সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর একমাত্র বোনকে রেখে চলে গেলেন পঞ্জাবি অভিনেতা।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, ৬ দিন আগে থেকে জ্বরে ভুগছিলেন সতীশ। তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড পরীক্ষায় ইতিবাচক ফল আসে। কোভিডের সঙ্গে তাঁর লড়াই থেমে গেল শনিবার।

একাধিক হিন্দি ছবি ও ধারাবাহিকে কাজ করে খ্যাতি অর্জন করেছিলেন সতীশ। দর্শক তাঁকে বিশেষ করে মনে রেখেছিলেন বি আর চোপড়া পরিচালিত ‘মহাভারত’-এর ‘দেবরাজ ইন্দ্র’ হিসেবে। এ ছাড়া প্রায় ৩০০-র বেশি পঞ্জাবি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে খুবই অর্থকষ্টে দিন কেটেছে সতীশের।

Advertisement

২০১১ সালে মুম্বই থেকে পঞ্জাবে ফিরে যান অভিনেতা। সেখানে একটি অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র চালু করেন তিনি। কিন্তু এর পরে তাঁর পেশাগত জীবন হঠাৎই থমকে যায়। ২০১৫ সালে কোমরের হাড় ভেঙে পরবর্তী আড়াই বছর শয্যাশায়ী ছিলেন। বৃদ্ধাশ্রমে দিন কাটতে থাকে তাঁর। তার পরে একটি বাড়ি ভাড়া নেন। অর্থাভাবে লকডাউনের সময় নিত্যপ্রয়োজনীয় জিনিস জোগাড় করতে খুব সমস্যায় পড়েছিলেন অভিনেতা।

গত বছর একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর অভিনয় করার ইচ্ছে আগের মতোই প্রবল। কেবল সুযোগের অভাবে বসে রয়েছেন তিনি। অভিনেতা চেয়েছিলেন, অন্তত নিজের একটা বাড়ি হোক। অভিনয় করার জন্য পরিচালকরা তাঁকে ডাকুন। কিন্তু সে সব ইচ্ছাপূরণের আগেই পৃথিবী ছেড়ে চলে গেলেন সতীশ কল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন