Monalisa Mahakumbh Mela

মহাকুম্ভ বদলে দিল জীবন, ভাইরাল মোনালিসা এ বার বলিউডের নায়িকা, বিপরীতে কে?

একটা কুম্ভমেলা বদলে দিল মধ্যপ্রদেশের ষোড়শী মোনালিসার জীবন। ইতিমধ্যেই বলি পরিচালকদের নজর কেড়েছেন তিনি। তাঁর প্রথম ছবির নায়ক কে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৬
Share:

বলিউডে নায়িকা মহাকুম্ভের মোনালিসা, বিপরীতে নায়ক কে? ছবি: সংগৃহীত।

মোনালিসা ভোঁসলের দুই চোখেই মূল আকর্ষণ। বলা ভাল, তাঁর চোখের মণির রং চর্চায়। নীল নয়, সবুজও নয়, আবার ঠিক বাদামিও নয়। একটা কুম্ভমেলা বদলে দিল মধ্যপ্রদেশের ষোড়শী মোনালিসার জীবন। কুম্ভমেলায় তাঁকে দেখা গিয়েছিল মালা বিক্রি করতে। তার পরই কোনও এক নেটপ্রভাবীর ক্যামেরায় বন্দি হয়ে তুমুল ভাইরাল হয় তাঁর দু’টি আয়ত চোখ। তার পর থেকে তাঁকে প্রতিনিয়ত ধাওয়া করছে ক্যামেরা। ইতিমধ্যেই বলি পরিচালকদের নজর কেড়েছেন তিনি। এ বার শোনা যাচ্ছে, বলিউডে অভিষেক হচ্ছে মোনালিসার। নায়ক রাজকুমার রাওয়ের ভাই অমিত রাও।

Advertisement

ছবির নাম ‘দি ডায়েরি অফ মণিপুর’, পরিচালক সনোজ মিশ্র, যিনি এর আগে ‘দি ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ বানিয়ে শিরোনামে এসেছিলেন। তাঁর ছবিতেই দেখা যাবে মোনালিসাকে। সনোজ ইতিমধ্যেই মধ্যপ্রদেশের খরগোন জেলার মাহেশ্বর গ্রামে মোনালিসার বাড়ি গিয়ে ছবির প্রস্তাব দিয়েছেন। সেই ছবি সনোজই ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। মনে করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু করবেন পরিচালক। ২০২৩ সালে সনোজের পরিচালনায় ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর বিরুদ্ধে বাংলার ভাবমূর্তি এবং সম্প্রীতি নষ্টের অভিযোগ উঠেছিল। এই মর্মে কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয় সে বছর মে মাসে। শেষমেশ সেই ছবি মুক্তি পায়নি বাংলায়। এ বার সনোজের ছবির প্রেক্ষাপট মণিপুর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement