Mahesh Bhatt on Alia Bhatt

‘আলিয়া একাই একশো, রণবীর অলস’, কন্যার প্রশংসা করে কেন জামাইকে বিঁধলেন মহেশ?

কন্যার প্রশংসা করলেও, জামাইয়ের জন্য অল্প কথা খরচ করেছেন মহেশ। রণবীরকে তিনি অলস বলে মনে করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ২০:২৭
Share:

আলিয়া-রণবীরকে নিয়ে কী বললেন মহেশ! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কন্যা আলিয়া ভট্টের প্রশংসায় পঞ্চমুখ বাবা মহেশ ভট্ট। মেয়ে নিজের ক্ষমতায় খ্যাতি অর্জন করেছেন। আর জামাই রণবীর কপূর নাকি অলস। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন মহেশ। সেখানেই পরিচালক জানিয়েছেন, তিনি নিজেও জানতেন না, আলিয়ার মধ্যে অভিনয়ের এমন প্রবল খিদে। তবে কন্যার চেয়ে অনেকটাই আলাদা জামাই রণবীর।

Advertisement

মহেশ জানিয়েছেন, তিনি নিজের কন্যাকে বলিউডের সঙ্গে পরিচয় করাননি। সেই কাজ করেছিলেন কর্ণ জোহর। কর্ণের ছবি ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’ থেকেই সফর শুরু করেছিলেন আলিয়া। এমনকি, আলিয়া নাকি নিজে গিয়ে অডিশন দিয়েছিলেন। পছন্দ হয়েছিল ছবির নির্মাতাদের। তার আগে আলিয়ার মধ্যে অভিনয় করার কোনও লক্ষণই দেখা যায়নি। তাই তিনি মনে করেন, আলিয়া নিজের ক্ষমতায় নিজেকে তৈরি করেছেন। ছবি ও চরিত্র নিয়ে আলিয়া ঝুঁকি নিতে পারেন বলেও দাবি মহেশের।

কন্যার প্রশংসা করলেও, জামাইয়ের জন্য অল্প কথা খরচ করেছেন মহেশ। রণবীরকে তিনি অলস বলে মনে করেন। অলস, তবে নিজের যেটুকু রয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে ভালবাসেন তিনি।

Advertisement

রণবীরকেও এক সময়ে প্রশ্ন করা হয়েছিল আলিয়া সম্পর্কে। সেই সময়ে তিনি বলেছিলেন, “আলিয়া সকলের চেয়ে আলাদা। ক্রমাগত ভাল কাজ করার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে ওর মধ্যে, যা সত্যিই অসাধারণ।”

উল্লেখ্য, আলিয়া ও রণবীরকে আগামী দিনে দেখা যাবে সঞ্জয় লীলা ভন্সালীর ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। তা ছাড়াও রণবীরকে দেখা যাবে ‘রামায়ণ’ ছবিতে। সেই ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement