অ্যাকশন কাট

মৈনাক জানাচ্ছেন, এ বার তাঁর ছবিতে বেশ ভাল মতোই অ্যাকশন আছে।

Advertisement
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

মৈনাক

মৈনাক ভৌমিকের ছবি মানেই প্রেম, মজা অ্যান্ড মোর। কিন্তু রম-কমের পরিচিত জঁর ছাড়িয়ে মৈনাক থ্রিলার ছবি করছেন। সেই ছবির অ্যাকশন সিকোয়েন্স পরিচালনা করার জন্য বলিউড থেকে অ্যাকশন ডিরেক্টর আনা হচ্ছে। মৈনাকের ‘বর্ণপরিচয়’-এর স্টান্ট পরিচালনা করার জন্য মু্ম্বই থেকে এসেছেন সুনীল রডরিগস। যিনি একাধিক বার শাহরুখ খানকে অ্যাকশন দৃশ্যে ডিরেক্ট করেছেন। ‘জ়িরো’, ‘কেদারনাথ’, ‘পরি’, ‘মুক্কাবাজ়’, ‘সিংহম রিটার্নস’-এর মতো ছবির স্টান্ট পরিচালনা করেছেন সুনীল। ‘লায়ন’, ‘স্লামডগ মিলিয়োনেয়র’-এর মতো ছবিও আছে তাঁর বায়ো়ডেটায়।

Advertisement

মৈনাক জানাচ্ছেন, এ বার তাঁর ছবিতে বেশ ভাল মতোই অ্যাকশন আছে। ব্লাস্ট এবং চেজ় দৃশ্যও আছে। এই স্বাদ বদল দিব্যি উপভোগ করছেন পরিচালক। মজা করে বললেন, ‘‘সব সময়ে এক রকম ছবি করলে তো চলবে না। এত দিন ডোভার লেনেই শুটিং সেরে নিতাম। এ বার তো আমি টিটাগড়ও পৌঁছে গিয়েছি।’’

ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, প্রিয়ঙ্কা সরকারকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement