ছবি প্রযোজনায় হাত দিয়েছিলেন। প্রথম ছবিতে লগ্নি করেছিলেন চার কোটি টাকা। কিন্তু প্রিভিউ দেখেই ভেঙে পড়েন চরম হতাশায়। মনে হয়েছিল, এ ছবি কিছুতেই বাণিজ্যিক সাফল্য পাবে না। তাই আত্মহত্যার পথ বেছে নিলেন মালায়লম ছবির প্রযোজক, ২৯ বছরের অজয় কৃষ্ণন। অন্তত অজয়ের মৃত্যুর পর পুলিশ এমনটাই অনুমান করছে। গত শনিবার কেরলের কোল্লামে তাঁর নিজের বাড়িতেই তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছে।
ছবির নাম ‘অভরুদে রাভুকল’। এটাই অজয়ের প্রথম প্রযোজিত ছবি। চার কোটি টাকা বিনিয়োগ করে এমনিতেই আর্থিক চাপে ছিলেন। তবে ভরসা ছিল, ছবি বক্স অফিসে হিট করলেই সব সমস্যা মিটবে। কিন্তু ছবির প্রিভিউ দেখে ভেঙে পড়েন হতাশায়। চরম হতাশার কথা বলেছিলেন বাবা, মাকেও। তার পরেই অজয় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে মনে করছে পুলিশ।