Manushi Chhillar

‘সুগার ড্যাডিদের মধ্যে জনপ্রিয়’, মানুষীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য! নারীবিদ্বেষ নিয়ে ফুঁসে উঠলেন নায়িকা

সব সময়ে এমন আবহ তৈরি করা হয়, যেখানে মহিলাদের সফল হওয়া কঠিন হয়ে দাঁড়ায়। মহিলারা সফল হলেও, তার পিছনে কোনও পুরুষের ভূমিকা আছে বলে মনে করা হয়। দাবি অভিনেত্রীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৯:২৭
Share:

নারীবিদ্বেষ নিয়ে মন্তব্য মানুষীর। ছবি: সংগৃহীত।

সর্বত্র পুরুষতন্ত্রের আধিপত্য। বিশেষ করে বিনোদন জগৎ চরম নারীবিদ্বেষী। এমন মনে করেন মানুষী চিল্লার। মহিলারা সফল হলে তা নিয়ে নানা রকমের সমালোচনা করা হয়। সব সময়ে এমন আবহ তৈরি করা হয়, যেখানে মহিলাদের সফল হওয়া কঠিন হয়ে দাঁড়ায়। মহিলারা সফল হলেও, তার পিছনে কোনও পুরুষের ভূমিকা আছে বলে মনে করা হয়। দাবি অভিনেত্রীর।

Advertisement

এই বিষয়ে সমাজমাধ্যমে নিজের স্পষ্ট মতামত ভাগ করে নিয়েছেন মানুষী। তিনি লিখেছেন, “নারীবিদ্বেষীরা সব সময়ে মহিলাদের সাফল্যের পিছনে তাঁদের মেধা নয়, পুরুষের ভূমিকা খুঁজে বেড়ায়। বাস্তবের দুনিয়ায় যে সব মন্তব্যের কোনও প্রভাব নেই, সেগুলি আমি সব সময়ে এড়িয়ে চলেছি। একটা বিষয় লক্ষ করেছি। কর্মরত সফল মহিলাদের সব সময় অশ্রদ্ধা করা হয়। বিশেষ করে বিনোদন জগতের মহিলাদের অধিক অসম্মান করে কথা বলা হয়।”

এখানেই শেষ নয়। মানুষী আরও লেখেন, “আমি প্রগতিশীল ও শিক্ষিত পরিবেশে বড় হয়েছি, যেখানে লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকের সমান অবদান থাকে। কোনও একজন চিকিৎসক ভাল কি না, সেটাই দেখা হয়। তাঁর লিঙ্গ কী, সেটা দেখা হয় না। কিন্তু পুরুষেরা সফল হলে, তাঁদের পরিশ্রমী বলা হয়। অন্য দিকে মহিলারা সফল হলে তাঁদের সুযোগসন্ধানী, চতুর, অর্থলোভী বলা হয়ে থাকে।”

Advertisement

কিন্তু হঠাৎ কেন এই বিষয় নিয়ে এত সরব মানুষী চিল্লার? কিছু দিন আগেই সমাজমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। সেই পোস্টে দাবি করা হয়, ‘সুগার ড্যাডি’ ও ব্যবসায়ীদের মধ্যে খুবই জনপ্রিয়। এই দাবির পরেই বিস্ফোরক মন্তব্য করেন মানুষী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement