Pritam on KK

‘আজ সবাই ব্যস্ত, কিন্তু তোমার কথা আমার খুব মনে পড়ছে’, কেকে-র স্মৃতিতে ভাসলেন প্রীতম

‘লাইফ ইন এ মেট্রো’ ছবিতে প্রীতমের পরিচালনায় কেকের গান আজও বাজে সঙ্গীতপ্রেমীদের কানে। গানগুলি ছাড়া সেই ছবি অসম্পূর্ণ। ছবির সিকুয়েল ‘মেট্রো ইন দিনো’ মুক্তি পাচ্ছে শীঘ্রই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৮:৩৬
Share:

কেকে-র স্মৃতিতে ডুব দিলেন প্রীতম। ছবি: সংগৃহীত।

৩১ মে। তিন বছর আগের এই দিনটি সঙ্গীতপ্রেমীদের কাছে শোকের। কলকাতায় অনুষ্ঠান করতে এসে প্রয়াত হয়েছিলেন গায়ক কেকে তথা কৃষ্ণকুমার কুন্নথ। তাই এই দিনটি এলেই মন ভার হয় প্রয়াত গায়কের অনুরাগীদের। শোকাচ্ছন্ন হয়ে একটি পোস্ট করেছেন সঙ্গীত পরিচালক প্রীতমও। প্রীতমের পরিচালনা আর কেকের কণ্ঠ— এমন অসংখ্য মনে রাখার মতো গান রয়েছে বলিউডের সংগ্রহে। তাই এই দিনটি প্রীতমের কাছে মন ভার হওয়ার মতোই।

Advertisement

‘লাইফ ইন এ মেট্রো’ ছবিতে প্রীতমের পরিচালনায় কেকের গান আজও বাজে সঙ্গীতপ্রেমীদের কানে। গানগুলি ছাড়া সেই ছবি আজও অসম্পূর্ণ। সেই ছবির সিকুয়েল মুক্তি পাচ্ছে শীঘ্রই। কিন্তু ‘মেট্রো ইন দিনো’ নামে সেই ছবিতে নেই কেকে-র কণ্ঠ। তাই আবেগপ্রবণ হয়ে শনিবার সমাজমাধ্যমে প্রীতম লিখলেন, “আমরা সকলে ‘মেট্রো ইন দিনো’র মুক্তি নিয়ে ব্যস্ত ঠিকই। কিন্তু এই সময় যাঁর কথা সবচেয়ে বেশি মনে পড়ছে, তিনি হলেন কেকে।”

প্রীতম এই দিন একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। মঞ্চে কেকে গান গাইছেন, এমন নানা মুহূর্ত উঠে এসেছে সেই ভিডিয়োতে। কখনও তাঁর কণ্ঠে শোনা যাচ্ছে ‘ও মেরি জান’, কখনও আবার ‘অলবিদা’। ভিডিয়োতে প্রীতম ও কেকের বন্ধুত্বও ধরা পড়েছে। ভিডিয়ো দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রীতম ও কেকের এই যুগলবন্দি দেখে অনেকেই স্মৃতিতে ডুব দেন। কেউ লেখেন, “‘মেট্রো ইন দিনো’ মুক্তি পাচ্ছে। কিন্তু এই ছবি কেকে ও ইরফান খানকে ছাড়া অসম্পূর্ণ।”

Advertisement

এই ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেনশর্মা, নীনা গুপ্ত, অনুপম খের, আদিত্য রায় কপূর, আলি ফজ়ল, ফতিমা সানা শেখ ও সারা আলি খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement