Manosi Sengupta

মাতৃত্বকালীন ছুটি শেষ, নতুন ধারাবাহিকে ফিরছেন মানসী, ফের খল চরিত্রেই কি দেখা যাবে তাঁকে?

কাজেই নাকি তাঁর শান্তি। এ কথাই বার বার বলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। ছেলের জন্মের পরও বিন্দুমাত্র বিশ্রাম নিতে রাজি ছিলেন না। তাই তিন মাস হতে না হতেই নতুন ধারাবাহিকের কাজ শুরু করে দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১২:১৮
Share:

ছুটি কাটিয়ে ধারাবাহিকে ফিরছেন মানসী? ছবি: সংগৃহীত।

১৯ মার্চ দ্বিতীয় বার মা হয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। গত তিন মাস মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। নিয়মিত শুটিংয়ে না ফিরলেও ছেলে হওয়ার পর পরই অনেকগুলো ফোটোশুট করেছেন। তাই কাজ থেকে যে একেবারে দূরে ছিলেন তেমনটা নয়। ছেলে হওয়ার পর আবার নতুন ধারাবাহিকে ফিরছেন মানসী। তাঁকে শেষ বার দর্শক দেখেছিলেন ‘নিমফুলের মধু’ ধারাবাহিকে মৌমিতার চরিত্রে। সেখানে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল মানসীকে। আবারও কি খলনায়িকা হয়েই ফিরছেন তিনি? সে কথা অবশ্য জানা যায়নি।

Advertisement

তবে শোনা যাচ্ছে, এত দিন তাঁকে যে ভাবে দেখেছেন দর্শক এই ধারাবাহিকে একেবারে নতুন অবতারে ধরা দেবেন তিনি। স্টার জলসার ‘রাণী ভবানী’ ধারাবাহিকে নাকি তাঁকে দেখা যাবে। ইতিমধ্যে নাকি তাঁর প্রোমোর শুটিংও হয়ে গিয়েছে।

এ প্রসঙ্গে, চ্যানেল বা অভিনেত্রীর তরফে এখনও কিছু জানানো হয়নি। সাধারণত বলা হয়ে থাকে, মা হওয়ার পর নাকি অভিনেত্রীদের কেরিয়ারে গতি কমে যায়। মানসীর ক্ষেত্রে এ যেন উলটপুরাণ। অন্তঃসত্ত্বা অবস্থায় ন’মাস পর্যন্ত কাজ করেছেন। সি সেকশন করে দ্বিতীয় সন্তানের জন্ম দেন। আর ছেলের জন্মের পর ২২ দিন কাটতে না কাটতে একরত্তিকে সঙ্গে নিয়েই কাজে বেরিয়ে পড়েন অভিনেত্রী। ধারাবাহিকের কাজ শুরু হওয়ার মাঝের সময়টাও নষ্ট করতে চাননি তিনি। মা হওয়ার পর মাতৃত্বকালীন ছুটির প্রয়োজন হয় মহিলাদের। কিন্তু মানসী যেন সকলের থেকে আলাদা।

Advertisement

এ প্রসঙ্গে, তিনি আনন্দবাজার ডট কমকে বলেছিলেন, “আমার সি সেকশন হওয়ার চার দিন পর কিন্তু ছেলেকে নিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরি। কারণ গাড়ি চালানোটা আমার কাছে চাপমুক্তির মতো। আর এই যে এত তাড়াতাড়ি কাজে ফিরেছি কারণ কাজের মধ্যে শান্তি খুঁজে পাই। এটা কারও সঙ্গে কোনও পাল্লা বা প্রতিযোগিতা নয় আমার তো কোনও শারীরিক অসুবিধা হচ্ছে না। বরং ১৫ কেজি ওজন কমেছে। ইন্টারমিটেন্ট ফাস্টিং করছি। সবই করছি চিকিৎসকের পরামর্শ মেনে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement