sasha chhetri

এয়ারটেল গার্ল সম্পর্কে এই তথ্যগুলি জানতেন?

এয়ারটেলে বিজ্ঞাপনে যে মেয়েটিকে বারবার দেখেন, জানেন তিনি কে? কী নাম তাঁর?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১২:০০
Share:
০১ ১২

এয়ারটেলে বিজ্ঞাপনে যে মেয়েটিকে বারবার দেখেন, জানেন তিনি কে? কী নাম তাঁর? কত সম্পত্তি রয়েছে তাঁর নামে?

০২ ১২

এয়ারটেল ৪জি-এর এই মেয়েটির নাম সাশা ছেত্রী। তাঁর জন্ম ১৯৯৬ সালে উত্তরাখণ্ডের দেহরাদূনে।

Advertisement
০৩ ১২

শুধু মাত্র এয়ারটেলের বিজ্ঞাপনে কাজ করার সুবাদে সাশার সম্পত্তির পরিমাণ নাকি ১২ কোটি টাকা। রয়েছে বিএমডব্লু, রয়েছে মুম্বইয়ে ৩বিএইচকে ফ্ল্যাট।

০৪ ১২

প্রথমে মডেলিংয়ের সূত্রে মুম্বইয়ে কাজ করা শুরু করেন সাশা। মাকে হারিয়েছেন ছোটবেলায়। বড় হয়েছেন বাবার কাছেই। তিনি এখন কী করছেন জানেন?

০৫ ১২

মুম্বইয়ে পড়াশোনাও করেছেন তিনি। মাত্র ১৬ বছরেই চলে এসেছিলেন মু্ম্বইয়ে। সেই মেয়েকেই এখন দেখা যাচ্ছে তেলুগু ইন্ডাস্ট্রির শুটিং ফ্লোরেও।

০৬ ১২

বিজ্ঞাপন নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা করেছেন জেভিয়ার্স ইনস্টিটিউট অব কমিউনিকেশন থেকে। তবে মনে মনে ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। পছন্দ হয়েছিল তেলুগু সংস্কৃতিও। তাই তেলুগু ছবিতেও ডেবিউ করে ফেলেছেন সাশা।

০৭ ১২

মিডিয়াতে কপিরাইটার হিসাবেও কাজ করেছেন সাশা। এ বার সাশাকে এবার দেখা যাবে বাহুবলী তারকার সঙ্গে। তেলুগু এই ছবিতে প্রভাসের সঙ্গে কাজ করার কথা সাশার। এ বার নাকি তাঁকে দেখা যাবে একেবারে অন্যরকম একটি চরিত্রে।

০৮ ১২

শুধুমাত্র এয়ারটেলের বিজ্ঞাপনে সুযোগ পেয়েছিলেন বলে লম্বা এক ঢাল চুল কেটে ফেলেছিলেন তিনি। তবে এই ছবির জন্য নাকি আবারও চুল বাড়াতে হতে পারে এয়ারটেল গার্লকে। ছবির শুটিং হওয়ার কথা ইউরোপে।

০৯ ১২

সাশা নাকি এই তেলুগু ছবির জন্য কোনও পারিশ্রমিক নেননি। তবে ছবি মুক্তি পেলে লভ্যংশের ভাগ পাবেন, এমনটাই গুঞ্জন রয়েছে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

১০ ১২

বলিউড ছবি ‘কাট্টি বাট্টি’ ছবিতে একজন সংগীত শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। বলিউড অভিনেতা ও মিউজিক প্রোডিউসার সচিন গুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তাঁর, গুঞ্জন রয়েছে বি টাউনে।

১১ ১২

এয়ারটেলের বিজ্ঞাপনই তাঁকে জনপ্রিয় করেছে, অথচ সেখানে সুযোগ পাওয়ার জন্য প্রথমে যে ফোন এসেছিল, তাকে সাশা ‘ভুয়ো ফোন’ ভেবে নাকি পাত্তা দেননি।

১২ ১২

গানেও বেশ দক্ষ সাশা। নিজের মিউজিক অ্যালবামও রয়েছে। বাজাতে পারেন গিটারও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement