AR Rahman communalism controversy

রহমানের ‘ধর্মীয় বিভাজন’ মন্তব্যের বিরোধিতা জাভেদের! গীতিকারকে পাল্টা কী বললেন মেহবুবা মুফতি?

রহমানের মন্তব্যকে সমর্থন জানিয়েছেন মেহবুবা। জাভেদ নিজেও একসময়ে এমন মন্তব্য করেছিলেন বলে তাঁর দাবি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৮:১৯
Share:

রহমানকে নিয়ে তরজায় জাভেদ ও মেহবুবা! ছবি: সংগৃহীত।

বিনোদনজগতে ধর্মীয় বিভাজনের জেরে গত আট বছরে অনেক কাজ হারিয়েছেন। এমন দাবি করে বিতর্কে জড়িয়েছেন এআর রহমান। এই বিতর্কে বলিউডের একাধিক তারকা প্রতিক্রিয়া দিয়েছেন। প্রবীণ গীতিকার জাভেদ আখতারের দাবি, এআর রহমান এমন মন্তব্য করতেই পারেন না। নিশ্চয়ই ওঁর মন্তব্য ভুল ভাবে প্রকাশ করা হয়েছে। জাভেদের এই মন্তব্যের বিরোধিতা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

Advertisement

রহমানের মন্তব্যকে সমর্থন জানিয়েছেন মেহবুবা। জাভেদ নিজেও একসময়ে এমন মন্তব্য করেছিলেন বলে তাঁর দাবি। মেহবুবা লিখেছেন, “এআর রহমানের ধর্মীয় বিভাজনের মন্তব্যটি সমর্থন করেননি জাভেদ আখতার। এর জেরে নিজের স্ত্রী শাবানা আজ়মি-সহ বাকি ভিন্‌ধর্মীদের বাস্তবটাই অস্বীকার করেছেন তিনি। শাবানা আজ়মি নিজেই বলেছিলেন, মুম্বইয়ের মতো শহরেও ধর্মের জন্য বাড়ি পেতে অসুবিধা হয়েছিল।”

মেহবুবা মুফতির মতে, গোটা ভারতের বাস্তবের প্রতিনিধিত্ব করে বলিউড। তাই তাঁর কথায়, “বাস্তবের অভিজ্ঞতাগুলোকে মুছে ফেললেই সত্য বদলে যায় না।”

Advertisement

রহমানের বক্তব্য প্রসঙ্গে জাভেদ বলেছেন, “আমি একেবারেই সমর্থন করি না। এমনকি আমার সন্দেহ আছে, রহমান এমন কিছু আদৌ বলেছেন কি না। তিনি একজন বড় মাপের সুরকার। বহু মানুষ ওঁকে শ্রদ্ধা করে। ওঁর কাছে তারা যেতে ভয় পায়, কারণ মানুষটাই এত বড় মাপের। ওঁর সঙ্গে কথা বলতে আসলে অনেকেই ভয় পায়। তারা ভাবে, রহমান তাদের ধরাছোঁয়ার বাইরে।”

এই বিতর্কে মুখ খুলেছেন স্বয়ং রহমানও। তাঁর বক্তব্য, তিনি ভারতীয় হিসাবে খুবই গর্বিত। সঙ্গীতের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে সব সময়ে শ্রদ্ধাই জানাতে চেয়েছেন। কখনও যন্ত্রণা দিতে চাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement