Celebrity Life

মঞ্চেই অসুস্থ মোনালি, মাঝপথে অনুষ্ঠান বন্ধ! কী হয়েছে তাঁর? জানালেন দিদি মেহুলি

গায়িকা মোনালি ঠাকুর অসুস্থ। কিন্তু তিনি হাসপাতালে ভর্তি নন। বিশ্রামের অভাবেই এই অসুস্থতা, জানিয়েছেন দিদি মেহুলি ঠাকুর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১০:২৫
Share:

মেহুলি ঠাকুর মুখ খুললেন মোনালি ঠাকুরের অসুস্থতা নিয়ে। ছবি: ফেসবুক।

কোচবিহারের দিনহাটায় মঙ্গলবার গানের অনুষ্ঠান ছিল মোনালি ঠাকুরের। খবর, মঞ্চে গাইতে গাইতেই অসুস্থ বোধ করেন তিনি। অনুষ্ঠানের মাঝেই নেমে আসেন। তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর শিল্পীকে ছেড়ে দেওয়া হয়। তিনি হোটেলে ফিরে আসেন। বুধবার আনন্দবাজার অনলাইনকে গায়িকার দিদি মেহুলি ঠাকুর জানিয়েছেন, এই খবর আংশিক সত্যি। মোনালি মঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন ঠিকই, কিন্তু হাসপাতালে ভর্তি হননি।

Advertisement

মঞ্চে ওঠার আগেও তো মোনালি সুস্থ ছিলেন। হঠাৎ কী করে এত অসুস্থ হয়ে পড়েন তিনি?

প্রশ্ন রাখা হয়েছিল মেহুলির কাছে। তাঁর কথায়, “বোন মঞ্চে ওঠার আগে থেকেই অসুস্থ। কিন্তু অগ্রিম নেওয়া হয়েছে। এর পর অনুষ্ঠান না করলে সংবাদমাধ্যমে খবর হবে, টাকা নিয়ে মোনালি অনুষ্ঠান করেননি। আবার করতে পারেনি বলে তাই নিয়েও খবর হচ্ছে। আমাদের তো শাঁখের করাতের মতো অবস্থা!” গায়িকার অসুস্থতার জন্য তিনি দায়ী করেছেন, সারা দেশে শিল্পীর টানা অনুষ্ঠান, নতুন গান নিয়ে ব্যস্ততা, যার জন্য অতিরিক্ত পরিশ্রম এবং অনিয়মিত জীবনযাপনকে। গায়িকার দিদি বলেছেন, “কখনও হিমাচল প্রদেশে অনুষ্ঠান, তো কখনও বেঙ্গালুরুতে। তার পরেই হয়তো বোন দৌড়োচ্ছে কলকাতা। প্রত্যেক জায়গার আবহাওয়া, তাপমাত্রা ভিন্ন। যার প্রভাব শরীরে পড়ছে। একা হাতে সব সামলাতে গিয়ে বেচারি নাজেহাল।”

Advertisement

তার থেকেই মোনালি ভাইরাল জ্বরে ভুগছেন ক’দিন। বুকে-পিঠে সর্দি বসায় গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। শিল্পীর তার পরেও রেহাই নেই! সমস্যা বেড়েছে মঙ্গলবার ছোট বিমানে চেপে কোচবিহার যাওয়ার সময়। এয়ার প্রেসার নিয়ন্ত্রণের সরঞ্জাম না থাকায় বিমানের ভিতরে অসুস্থ বোধ করতে থাকেন গায়িকা। মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। কোনও মতে গন্তব্যে পৌঁছন তিনি। মেহুলি বোনের অসুস্থতার খবর জেনে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু সমস্যার সমাধান হয়নি।

মেহুলি আরও জানিয়েছেন, বুধবার মুম্বই ফিরে যাচ্ছেন মোনালি। সেখানে চিকিৎসা করাবেন। প্রয়োজনে কিছু দিন হয়তো বিশ্রাম নেবেন। আশা, তাতেই তিনি আগের মতো সুস্থ হয়ে উঠবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement