Entertainment News

বিয়ে করছেন মিয়া, পাত্র কে জানেন?

সম্প্রতি মিয়ার ব্যক্তি জীবনে একটি পরিবর্তন হতে চলেছে। বিয়ে করতে চলেছেন তিনি। প্রকাশ্যে জানালেন সে কথা। পাত্র কে জানেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ১৪:২০
Share:

মিয়া খলিফা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

মিয়া খলিফা। তাঁর প্রাথমিক পরিচয় পর্ন তারকা হিসেবে‌ই। এখন আর সে পেশার সঙ্গে যুক্ত নন মিয়া। এখন তিনি স্পোর্টস কমেন্টেটর। তবুও তাঁকে নিয়ে উত্সাহ রয়েছে অনেকেরই।

Advertisement

সম্প্রতি মিয়ার ব্যক্তি জীবনে একটি পরিবর্তন হতে চলেছে। বিয়ে করতে চলেছেন তিনি। প্রকাশ্যে জানালেন সে কথা। পাত্র কে জানেন?

রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে তাঁর দীর্ঘ দিনের সম্পর্ক। তিনি পেশায় শেফ। একবার শিকাগোয় একটি খাবারের পাত্রে আংটি লুকিয়ে রেখে তাঁকে প্রোপোজ করেছিলেন রবার্ট। সে আংটি প্রায় খেয়েই ফেলছিলেন মিয়া। সেই মুহূর্তেই রবার্ট প্রোপোজ করেন। সেই রবার্টকেই বিয়ে করতে চলেছেন, জানালেন মিয়া।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর স্বীকার করে নিয়েছেন মিয়া। তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধুকে বিয়ে করছি।’ রবার্টের অভিনব প্রোপোজ করার কায়দায় তিনি মুগ্ধ। নতুন জার্নির শুরুটা সেলিব্রেট করতে তাঁরা বেড়াতে যাবেন বলে খবর।

আরও পড়ুন, ভুল চিকিত্সায় মৃত্যুমুখে পৌঁছে গিয়েছিলেন জুহি!

Marrying my best friend 😭♥️ I miss you and Copenhagen days, bubba @robertsandberg

A post shared by Mia K. (@miakhalifa) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement