কমেডি ছবিতে নতুন ভূমিকায় মিম-কমলিকা

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় এ বার একটি কমেডি ছবিতে জুটি বাঁধছেন মিম ও সোহম।ছবির নাম ‘হরিপদ ব্যান্ডওয়ালা’। এটি মিমের প্রথম কমেডি ছবি। ২০১৬-এর মাঝামাঝি শুরু হবে এই ছবির শুটিং। এর আগে ‘ব্ল্যাক’-এ মিম-সোহম জুটিকে দেখেছেন দর্শক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:২৭
Share:

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় এ বার একটি কমেডি ছবিতে জুটি বাঁধছেন মিম ও সোহম।ছবির নাম ‘হরিপদ ব্যান্ডওয়ালা’। এটি মিমের প্রথম কমেডি ছবি। ২০১৬-এর মাঝামাঝি শুরু হবে এই ছবির শুটিং। এর আগে ‘ব্ল্যাক’-এ মিম-সোহম জুটিকে দেখেছেন দর্শক।

Advertisement

জানা গিয়েছে, এই ছবিতে একেবারে অন্যরকম একটি চরিত্রে অভিনয় করবেন কমলিকা বন্দ্যোপাধ্যায়। ‘কাঙাল মালসাট’, ‘গান্ডু’-এর মতো ছবিতে কমলিকার অভিনয় প্রশংসিত হয়েছে। ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ ছবিতে নতুন ভূমিকায় তাঁকে দেখবেন দর্শকরা। সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন

Advertisement

নুসরত, মিম নাকি পরী, সেরা কে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement