Modi Kaka ka Gaon

বড় পর্দায় মোদীজি! মুক্তি পাচ্ছে এ সপ্তাহেই

দীর্ঘ ১১ মাসের প্রতীক্ষার পর আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে ছবিটি। সার্জিকাল স্ট্রাইক থেকে নোট বাতিল— প্রায় সব ঘটনাই উঠে এসেছে এই চিত্রনাট্যে। মূলত প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজকর্মকে ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবিটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ১৫:৪৯
Share:

‘মোদী কাকা কা গাঁও’ ছবির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত।

এ বার বলিউডে আসতে চলেছেন মোদীজি। অবাক হচ্ছেন! আসলে বড় পর্দায় এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্থান থেকে অনুপ্রাণিত একটি ছবি মুক্তি পেতে চলেছে। নাম ‘মোদী কাকা কা গাঁও’।

Advertisement

দীর্ঘ ১১ মাসের প্রতীক্ষার পর আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে ছবিটি। সার্জিকাল স্ট্রাইক থেকে নোট বাতিল— প্রায় সব ঘটনাই উঠে এসেছে এই চিত্রনাট্যে। মূলত প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজকর্মকে ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবিটি।

তবে স্বল্প বাজেটের এই ছবিটি মোটেই প্রধানমন্ত্রীর বায়োপিক নয়। ছবিতে মুখ্য চরিত্রের নাম যদিও নরেন্দ্র মোদী নয়। তিনি এখানে নগেন্দ্র মোদী। সেই চরিত্রে অভিনয় করেছেন বিকাশ মহন্তে।

Advertisement

আরও পড়ুন: একসঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করলেন সলমন-ক্যাটরিনা

ভারতীর হানিমুনের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

দেখুন ট্রেলার:

সম্প্রতি সামনে এসেছে ছবিটির ট্রেলার। আগামী ২৯ ডিসেম্বর, শুক্রবার মুক্তি পাবে ‘মোদী কাকা কা গাঁও’ ছবিটি।

(‘মোদী কাকা কা গাঁও’ ছবিতে নগেন্দ্র মোদীর চরিত্রে অভিনেতার নাম লেখা হয়েছিল রোহিত রাজ। কিন্তু অভিনেতার নাম বিকাশ মহন্তে। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement