Soundarya

দুর্ঘটনা নয়! পুরুষ অভিনেতার হাতে খুন হয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সৌন্দর্য, কেন?

মাত্র ২১ বছর বয়সে চলে যান অমিতাভ বচ্চনের ‘সূর্যবংশম’ ছবির নায়িকা। খবর, সেই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ২১:০২
Share:

খুন হয়েছেন অমিতাভ বচ্চনের নায়িকা সৌন্দর্য? ছবি: ফেসবুক।

মাত্র ৩১-এই তাঁর প্রতিভার সৌন্দর্যে মুগ্ধ তামাম দেশ। অত অল্প বয়সে ‘সূর্যবংশম’ ছবিতে অমিতাভ বচ্চনের নায়িকার ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন এই দক্ষিণী অভিনেত্রী। ২১ বছর আগে তিনি যখন চলে যান, শোকে বাকরুদ্ধ হয়েছিল বলিউড এবং দক্ষিণী বিনোদন দুনিয়া। সেই সময়ের খবর অনুযায়ী, এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। ভাইকে সঙ্গে নিয়ে অভিনেত্রী এক রাজনৈতিক প্রচার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। আরও মর্মান্তিক বিষয়, সৌন্দর্য সেই সময় অন্তঃসত্ত্বা! অর্থাৎ, একটি দুর্ঘটনা দু’টি প্রাণ কেড়ে নিয়েছিল।

Advertisement

২১ বছর পরে প্রয়াত অভিনেত্রী নতুন করে শিরোনামে। খবর, অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার জনৈক এডুরুগাটলা চিট্টিমাল্লু স্থানীয় থানায় চিত্রতারকা মোহনবাবুর বিরুদ্ধে সৌন্দর্যকে খুন করার অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, মোহনবাবুর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ বেঁধেছিল প্রয়াত অভিনেত্রী এবং তাঁর ভাইয়ের। অভিনেতা শামশাবাদের জলপল্লী গ্রামে সৌন্দর্য এবং তাঁর ভাইয়ের ছয় একরের একটি জমি কিনতে চেয়েছিলেন। যা বিক্রি করতে রাজি ছিলেন না প্রয়াত অভিনেত্রী। তার পরেই এই বিবাদ। পরে জানা যায়, অভিনেত্রীর মৃত্যুর পর ওই জমিটি অবৈধ ভাবে দখল করেন ‘শকুন্তলম’ অভিনেতা।

অভিযোগকারী শুধুই অভিযোগ জানিয়ে থেমে যাননি। তিনি খাম্মাম এসিপি এবং খাম্মাম জেলা কর্মকর্তার কাছে অনুরোধ জানিয়েছেন, সরকার যেন জমিটি অধিগ্রহণ করে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে। পাশাপাশি, মোহনবাবুর নামে থানায় অভিযোগ জানানোর ফলে তাঁর প্রাণ বিপণ্ণ হতে পারে বলেও মনে করেন তিনি। সেই জন্য প্রশাসনের কাছে বাড়তি নিরাপত্তাও চেয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement