Kiara Advani

স্বামীর সামনে স্বমেহনের দৃশ্যে অভিনয় কিয়ারার, চাক্ষুষ করার পর কী বলেন সিদ্ধার্থ?

কিয়ারা স্বমেহনের দৃশ্যে যখন চরমসুখ প্রাপ্তির অভিনয় করছেন সে দিনে সেটে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ। কিয়ারার অভিনয় দেখে কী অনুভূতি হয় অভিনেতার?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৮:৪৫
Share:

কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মলহোত্র। ছবি: সংগৃহীত।

গত সপ্তাহেই খবর দিয়েছেন মা-বাবা হতে চলেছেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। বিয়ের বছর দুয়েকের মাথায় সুখবর দিলেন সিড-কিয়ারা। বলিউডে এক দশকের কেরিয়ারে বিভিন্ন ধরেনর চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সিড-কিয়ারা। সেই সময় থেকে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তাঁরা। যদিও একে অপরের প্রতি ভাললাগা ছিল তারও আগে থেকে। কিয়ারা স্বমেহনের দৃশ্যে যখন চরমসুখ প্রাপ্তির অভিনয় করছেন সে দিনে সেটে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ। কিয়ারার অভিনয় দেখেন। তার পর কিয়ারাকে বড্ড ঘরোয়া মেয়ে বলেই মনে হয় সিদ্ধার্থের।

Advertisement

একটা স্বমেহনের দৃশ্য। আর তাকে ঘিরে হাজারো বিতর্ক। তবে বিতর্কে আর যা-ই হোক না কেন, আখেরে লাভ হয়েছে অভিনেত্রী কিয়ারা আডবাণীরই। ‘লাস্ট স্টোরিজ়’-এ স্বমেহনের দৃশ্যে অভিনয় করে ঝড় তুলেছিলেন কিয়ারা। হস্তমৈথুনের দৃশ্যে শুটিং করতে তাঁর মোটেই অস্বস্তি হয়নি। চিত্রনাট্য অনুযায়ী শুটিং হয়েছে, এ কথা আগেই জানিয়েছিলেন কিয়ারা। তবে অভিনেত্রী যে দিন সেই দৃশ্য শুট করছিলেন গোটাটই সামনে থেকে দেখেন সিদ্ধার্থ। আসলে অভিনেতা কর্ণ জোহরের মারফত আগে থেকেই জানতেন এমন একটা দৃশ্যের শুটিং হতে চলেছে। চিত্রনাট্যের চিত্রায়ণ সিদ্ধার্থের মনোগ্রাহী মনে হয়েছিল বলেই শুটিং দেখতে যান। তখনই কাজ দেখে কিয়ারাকে মেয়ে হিসাবে বড্ড ঘরোয়া বলেই ঠাওর হয় অভিনেতার। সিদ্ধার্থ বলেন, ‘‘কিয়ারা জানত না যে আমি শুটের সময় গোটাটাই উপস্থিত ছিলাম। ও নিজের চরিত্র নির্বাচনের ক্ষেত্রে বেশ সাহসী।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement