monali thakur divorce

বিদেশি স্বামীর সঙ্গে আট বছরের দাম্পত্যজীবনে কি ইতি ঘটাচ্ছেন গায়িকা মোনালি?

স্বামী মাইক ও মোনালি ইনস্টাগ্রামে নাকি একে অপরকে আর ‘অনুসরণ’ করেন না। যে বিয়ের খবর এক সময় গোপনে রেখেছিলেন সেটাই আর স্থায়ী হল না গায়িকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩২
Share:

কেন ভাঙছে মোনালি ঠাকুরের সংসার? ছবি: সংগৃহীত।

২০১৭ সালে চুপিচুপি বিয়ে সারেন গায়িকা মোনালি ঠাকুর। যদিও অভিনেত্রী সেই বিয়ের কথা কবুল করেন তারও তিন বছর পরে। গায়িকার স্বামী সুইৎজ়ারল্যান্ডের এক হোটেলের মালিক, নাম মাইক রিখটার। গত বছরের শেষ থেকেই নাকি দেশে রয়েছেন গায়িকা।

Advertisement

স্বামী মাইক ও মোনালি ইনস্টাগ্রামে নাকি একে অপরকে আর ‘অনুসরণ’ করেন না। এমনকি, গায়িকার স্বামী নিজের ইনস্টাগ্রামের পাতা ‘ব্যক্তিগত’ করে রেখেছেন। তার পর থেকেই তাঁদের বিবাহবিচ্ছেদের জল্পনা জোরালো হয়েছে।

খুব সাধাসিধে ভাবে নাকি বিয়ে হয় মোনালি ও মাইকের। এখন নাকি স্বামীর সঙ্গে কথাবার্তাও বন্ধ তাঁর। তবে ভৌগোলিক দূরত্বের কারণেই গায়িকার সংসারে ভাঙন কি না, তা জানা যায়নি। যদিও একসময় অনেকেই তাঁকে ‘গোল্ড ডিগার’ বলেছিল। অর্থের জন্য নাকি বিদেশি ছেলেকে বিয়ে করেছেন তিনি। সেই সময় গায়িকা জানিয়েছিলেন, তাঁর রোজগার স্বামীর তুলনায় অনেক বেশি। যদিও এক সময় সুইৎজ়ারল্যান্ডের দিনযাপনের একাধিক ছবিও ভিডিয়ো দিতেন। তাঁর স্বামী চাষাবাদ, পশুপালন করতে ভালবাসেন, সে কথাও জানিয়েছিলেন। যদিও সে সব স্মৃতি সমাজমাধ্যম থেকে এখন মুছে দিয়েছেন গায়িকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement