শাশুড়ির চাই ‘সেক্সি’ বৌমা!

শাশুড়ি চাইছেন বৌমা আরও গ্ল্যামারাস, আরও ‘সেক্সি’ হয়ে উঠুন। তা চাইবেন না-ই বা কেন! পুত্রবধূ যদি হন করিনা কপূর খান আর শাশুড়ি শর্মিলা ঠাকুর, তা হলে এমন নবাবি আকাঙ্ক্ষাই তো স্বাভাবিক। এক সাক্ষাৎকারে সম্প্রতি করিনা জানিয়েছেন, তাঁর শাশুড়ি শর্মিলা ঠাকুর চান যে তিনি সব সময় ‘গ্ল্যামারাস রোল’-এ অভিনয় করুন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৫ ০০:০০
Share:

শাশুড়ি চাইছেন বৌমা আরও গ্ল্যামারাস, আরও ‘সেক্সি’ হয়ে উঠুন। তা চাইবেন না-ই বা কেন! পুত্রবধূ যদি হন করিনা কপূর খান আর শাশুড়ি শর্মিলা ঠাকুর, তা হলে এমন নবাবি আকাঙ্ক্ষাই তো স্বাভাবিক। এক সাক্ষাৎকারে সম্প্রতি করিনা জানিয়েছেন, তাঁর শাশুড়ি শর্মিলা ঠাকুর চান যে তিনি সব সময় ‘গ্ল্যামারাস রোল’-এ অভিনয় করুন। যেমন, ‘দাবাং ২’-এর আইটেম নাম্বারে করিনার ‘ঠমক’ শর্মিলার বিশেষ পছন্দ হয়েছে। তাঁকে সর্বদা এই রকম গ্ল্যামারাস ও সেক্সি দেখাক, এটা তিনি চান। এক কালের বলিউড হার্টথ্রব শর্মিলা ঠাকুর করিনার আবাল্যের প্রেরণা। তিনি এক কালের সেরা পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি কেরিয়ার এবং পরিবারকেও সামলেছেন সমান দক্ষতায়। এটাই তাঁর কাছ থেকে শেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement