Entertainment News

ছবি থেকে বাদ পড়েছেন ‘অপেশাদার’ মৌনী, জবাবে কী বললেন নায়িকা?

টিভিতে অভিনয়ের সুবাদে মৌনী দীর্ঘ দিন ধরেই দর্শকের কাছে পরিচিত মুখ। অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’ ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুন ২০১৯ ১৫:২২
Share:

মৌনী রায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

‘বোলে চূড়িয়া’। নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে আসন্ন এই ছবিতেই স্ক্রিন শেয়ার করার কথা ছিল মৌনী রায়ের। কিন্তু অপেশাদার আচরণের জন্য এই ছবি থেকে নাকি বাদ দেওয়া হয়েছে মৌনীকে।

Advertisement

এ ছবির প্রযোজক রাজেশ ভাটিয়া সংবাদমাধ্যমে বলেন, “আমরা ছবি করতে প্রচুর টাকা বিনিয়োগ করি। এটা আমাদের শখ নয়। ফলে যাদের নিয়ে কাজ করব, তাদেরও পেশাদার হতে হবে। কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। মৌনীর সঙ্গে চুক্তি হওয়ার পরের দিন থেকেই উনি অপেশাদার। মউ সই হওয়ার পর, টাকা দেওয়ার পরও স্ক্রিপ্ট রিডিংয়ে তিনটের জায়গায় সাড়ে পাঁচটায় এসেছিলেন উনি। প্রযোজক, পরিচালক, অভিনেতা— সকলেই প্রচণ্ড বিরক্ত হয়েছিলেন।’’

যদিও রাজেশের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন মৌনীর মুখপাত্র। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘‘মৌনী অনেক ছবি করেছেন। ওঁর সফল কেরিয়ার। সকলেই ওঁর পেশাদারিত্ব নিয়ে খুশি। রাজেশ বলছেন, মৌনী পেশাদার নন। কিন্তু বহু ইমেল, টেক্সট মেসেজ অন্য কিছু প্রমাণ করবে। তবে মৌনী কাদা ছোড়াছুড়ি করতে চান না। ও টিমের সব সদস্যকেই শুভেচ্ছা জানিয়েছে।’’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

টিভিতে অভিনয়ের সুবাদে মৌনী দীর্ঘ দিন ধরেই দর্শকের কাছে পরিচিত মুখ। অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’ ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন। সেই নায়িকার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন ওঠায় ইন্ডাস্ট্রির একটা অংশের কপালে ভাঁজ পড়েছে।

আরও পড়ুন, নুসরতের বিয়ে? পাত্র কে জানেন?

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement