Movie Review

মুভি রিভিউ: কৃত্রিম হিরোগিরিতে ছবি ‘জিরো’ হয়েই থেকে গেল

চাইলেই উত্তরপ্রদেশের মামুলি ছেলে ডান্স কম্পিটিশনে নাম লিখিয়ে, অবশ্যই সবচেয়ে ভাল নেচে ববিতার কাছে পৌঁছে যায়? না, প্রশ্ন করলে হবে না।

Advertisement

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ১৭:০২
Share:

সদ্য সকালের আইনক্স, ভরে আছে শাহরুখ খানের ‘হিরোগিরি’দেখতে।ছবির প্রথম থেকেই চমক। তাই সিনেমা হলে নিরাপত্তারক্ষীরা সতর্ক করে যান বারংবার,‘কেউ ভিডিও বা ছবি তুলবেন না।’
চমকের কথা না হয় সমালোচনায় না-ই বললাম। কিন্তু চমক দেখাতে গিয়েই হিরো প্রায় জিরো হয়ে যায় আর কী!খর্বাকৃতি নায়ক(শাহরুখ খান) আর সেরিব্রাল পলসির নায়িকা আফিয়া(অনুষ্কা শর্মা)। শুনেই মনে হয়, দারুণ প্লট! কিন্তু নিদারুণ হয়ে যায় গল্পের অসঙ্গতিতে।

Advertisement

শাহরুখ ভেবেছিলেন খর্বাকৃতি মানুষ হয়ে একেবারে চমকে দেবেন সকলকে। কিন্তু উল্টোটাই হল। শাহরুখের অন্ধ ভক্তেরা যথেচ্ছ সিটি বাজাতেই পারেন তাঁকে পরদায় দেখে। কিন্তু গল্পের গরু গাছে উঠতে উঠতে দর্শকের ধৈর্যচ্যুতি ঘটায়। উত্তরপ্রদেশের চার ফুট ছ’ইঞ্চির মানুষ ‘বাউআ’বাবার সঙ্গে ঝগড়া করে। বলে, ‘তোমার স্পার্ম ছোট বলে আমি বামন হয়ে জন্মালাম’। ব্যবসায়িক বাবা, অথচ ছেলের হাতের মুঠোয় অগাধ টাকা ঢেলে যান। ছেলে কথায় কথায় অঞ্চলের মানুষদের নানা কারণে টাকা দিয়ে বেড়ায়। অভিনেত্রী ববিতার সিনেমা দেখতে গিয়ে সাঙ্গোপাঙ্গ নিয়ে টাকা ওড়ায়। এরকম টাকা ওড়ানোই যেন তার জীবন। নাহ্, একটু আধটু বামন বলে দুঃখ পায় সে। ওই পর্যন্ত। হঠাৎ এই সদা হইহই জীবনে সে দেখা পায় নাসার বিজ্ঞানী অনুষ্কা শর্মার। ব্যস, দেখনা দেখ প্রেম! সে প্রেম কিন্ত আর একজন খর্বাকৃতি মানুষ আর সেরিব্রাল পলসির মহিলার বাস্তব প্রেম নয়। এখানে সুপারস্টার শাহরুখ আর গ্ল্যামার গার্ল অনুষ্কার প্রেম। পাঁচতারা হোটেলের ঝাড়বাতি ভেঙে ভেঙে পড়ে এই ফ্যান্টাসির প্রেমে। অবশ্যই আসে শরীর। আর তার পরেই বলা নেই কওয়া নেই বিয়ের দিন শাহরুখ পালায়। কারণ তার ববিতাকে চাই।

চাইলেই উত্তরপ্রদেশের মামুলি ছেলে ডান্স কম্পিটিশনে নাম লিখিয়ে, অবশ্যই সবচেয়ে ভাল নেচে ববিতার কাছে পৌঁছে যায়? না, প্রশ্ন করলে হবে না। সিনেমা তো লার্জার দ্যান লাইফ! কিন্তু লিখতে বাধ্য হচ্ছি,‘জিরো’-র প্রতিটি ফ্রেম ‘লাইফহীন’। দর্শক শাহরুখ, অনুষ্কা আর ক্যাটরিনা ওরফে ছবির ববিতার জন্য প্রচুর ধৈর্য ধরেছেন। তাও শেষে পপকর্নে পেট ভরানো ছাড়া আর কিছুতে মন ভরেনি। শাহরুখ খানের ত্রিকোণ প্রেম! অথচ মনকাড়া সংলাপ নেই!হল থেকে বেরিয়ে গেলে একটা গানও মনে পড়ে না।

Advertisement

বামনের চরিত্রে শাহরুখ খান।

আরও পড়ুন: মুম্বইতে জমজমাট পার্টি, দেখুন প্রিয়ঙ্কা-নিকের রিসেপশনের অ্যালবাম​

আরও পড়ুন: বহু চরিত্রের মিশেলে মুক্তি পেল ‘শাহজাহান রিজেন্সি’র ট্রেলার​

শাহরুখ খান একটুও ভাবলেন না! খর্বাকৃতি মানুষ আর সেরিব্রাল পলসির বিজ্ঞানী কাছাকাছি এলে তাদের জীবনে ঝড়-বৃষ্টি-শঙ্কা-খুশি কেমন করে তাদের জীবন সাজায়? ‘জিরো’-তে বলিউডি হিরোগিরি না দেখালেই নয়?

‘ফ্যান’, ‘দিলওয়ালে’কিংবা ‘যব হ্যারি মেট সেজাল’—শাহরুখের আগের সব ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

সিনেমার প্রথম শো শেষ হওয়ার আগেই হল থেকে দর্শকরা নেতিবাচক মন্তব্য লিখে টুইট করেছেন। প্রথম দিনই সিনেমার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। শাহরুখ, অনুষ্কা শর্মা এবং ইমতিয়াজ আলিও ছবির সাফল্য এনে দিতে পারেননি।গল্প বলতে কি ভুলে গেলেন বি টাউনের নির্মাতা আনন্দ এল রাই?

অন্তঃসারশূন্য ছবির একমাত্র ভাল লাগা অনুষ্কা শর্মা।দরকচা চিত্রনাট্যে তিনিই বা কী করবেন?

কৃত্রিম হিরোগিরিতে ছবি ‘জিরো’হয়েই থেকে গেল!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন