Mrunal Thakur on Virat Kohli

‘বিরাটের প্রেমে পাগল ছিলাম’, অনুষ্কাকে খোঁচা, ক্রিকেটতারকাকে নিয়ে কেন এমন মন্তব্য মৃণালের?

অনুষ্কা শর্মাকে খোঁচা দিয়ে তাঁর মন্তব্যে ফের আলোচনায় তিনি। এ বার জানা গেল, একসময়ে নাকি বিরাটের প্রেমে পাগল ছিলেন মৃণাল ঠাকুর!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৬
Share:

অনুষ্কাকে খোঁচা আর বিরাটের প্রতি মুগ্ধতা মৃণালের। ছবি: সংগৃহীত।

একের পরে এক বিতর্কে জড়াচ্ছেন মৃণাল ঠাকুর। অনুষ্কা শর্মাকে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য ফের আলোচনায় উঠে এসেছে। এ বার জানা গেল, একসময়ে নাকি অনুষ্কার স্বামী তথা ক্রিকেটতারকা বিরাট কোহলিকেও খুব পছন্দ করতেন ‘সীতা রামন’ খ্যাত অভিনেত্রী।

Advertisement

ছোটপর্দা থেকে শুরু হয়েছিল মৃণালের অভিনয়ের সফর। তার পরে তিনি দক্ষিণের এবং বলিউডের বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। ২০২১ সালের এক সাক্ষাৎকারে মৃণাল জানিয়েছিলেন, বিরাট কোহলির প্রতি মুগ্ধ তিনি। মনে মনে তাঁক খুব পছন্দ করেন। মৃণাল বলেছিলেন, “একটা সময় ছিল, আমার বিরাট কোহলিকে খুব ভাল লাগত। আমি পাগলের মতো ওঁকে ভালবাসতাম।”

মৃণালের ভাই ক্রিকেটের ভক্ত ছিলেন। তাই সেখান থেকেই মৃণালেরও ক্রিকেটের প্রতি ভাললাগা তৈরি হয়েছিল। তার পরেই বিরাটের প্রেমে পড়েন অভিনেত্রী। পরবর্তী কালে ক্রিকেটকে কেন্দ্র করে ‘জার্সি’ ছবিতে অভিনয় করেছিলেন মৃণাল। অভিনেত্রী বলেছেন, “একটা সময়ে নীল রঙের জার্সি পরে ভারতকে সমর্থন করতাম। আর তার পরে আমি নিজেও ‘জার্সি’ নামের ছবিতে অভিনয় করলাম। এই কাকতালীয় বিষয়টি খুব ভাল লেগেছে আমার।”

Advertisement

একটি পুরনো সাক্ষাৎকারেই অনুষ্কার নাম না করে খোঁচা দিয়েছিলেন মৃণাল। সেই পুরনো মন্তব্য ফের ভাইরাল সমাজমাধ্যমে। অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর কোনও ছবি থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বা তিনি নিজে প্রত্যাখ্যান করেছেন? উত্তরে মৃণাল বলেছিলেন, “এমন বহু ছবি রয়েছে। আমি নিজে প্রস্তুত ছিলাম না বলে প্রত্যাখ্যান করেছি বেশ কিছু ছবি। বিতর্ক শুরু হয়ে যাবে ছবির নাম বললে। একটি ছবি দারুণ সফল হয়েছিল। ছবির নায়িকাকে এগিয়ে যেতে এই ছবির বড় অবদান রয়েছে ঠিকই। ওই নায়িকা তো এখন কাজই করছেন না। আমি কিন্তু কাজ করছি। এটাই আমার কাছে জয়।” নেটাগরিকের অনুমান, মৃণালের এই মন্তব্য অনুষ্কাকে লক্ষ্য করে। তার কারণ, ‘সুলতান’ ছবিতে প্রথমে সলমনের বিপরীতে অভিনয় করার কথা ছিল মৃণালের। পরে তাঁর জায়গায় সেই ছবিতে দেখা গিয়েছিল অনুষ্কাকে। যদিও অনুষ্কাকে নিয়ে এই মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হয়েছেন মৃণাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement