Suhana Khan in legal trouble

১২ কোটি টাকা দিয়ে জমি কিনে আইনি জটিলতায় সুহানা! নথিতে ‘কৃষক’ হিসাবে পরিচিতি শাহরুখ-কন্যার, কেন?

বর্তমানে সুহানা তাঁর পরবর্তী ছবি ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় পা রাখবেন তিনি। ব্যস্ততার মধ্যেই আলিবাগে কেনা জমি নিয়ে বিপাকে শাহরুখ-কন্যা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩১
Share:

আইনি জটিলতায় শাহরুখ-কন্যা সুহানা খান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইনি জটিলতায় শাহরুখ-কন্যা সুহানা খান। আলিবাগে একটি জমি কেনা নিয়ে সমস্যায় জড়িয়ে পড়লেন তিনি। ঘটনা ঠিক কী?

Advertisement

এখনও পর্যন্ত মাত্র একটি ছবিতে অভিনয় করেছেন। ‘দ্য আর্চিজ়’ নামে সেই ছবি মুক্তি পেয়েছিল ওটিটি-তে। বর্তমানে সুহানা তাঁর পরবর্তী ছবি ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত। এই সবের মধ্যেই আলিবাগে একটি জমি কিনেছিলেন শাহরুখ-কন্যা। মুম্বই থেকে ৮৯ কিলোমিটার দূরে আলিবাগের সেই জমির দাম ১২.৯১ কোটি টাকা।

জানা যাচ্ছে, এই জমির মালিকানা প্রশাসনের কাছে রয়েছে এবং এই জমি কেবল কৃষকদের কৃষিকাজের জন্য রাখা ছিল। পাশাপাশি এও শোনা যাচ্ছে, এই জমি সুহানা কিনেছিলেন তিন বোন— অঞ্জলি, রেখা, প্রিয়ার থেকে। তাঁরা এই জমি নাকি তাঁদের বাবা-মায়ের থেকে পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। কোনটা সত্যি তা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

Advertisement

৭৭.৪৬ লক্ষ টাকা দিয়ে ইতিমধ্যেই জমির স্ট্যাম্প ডিউটি সেরেছেন সুহানা। এই জমি কেনার সময়ে নথিপত্রে সুহানাকে নাকি একজন কৃষক হিসেবে দেখানো হয়েছে। জমির মালিকানা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হবে বলেও জানা যাচ্ছে।

এটিই সুহানার নিজের কেনা প্রথম জমি ছিল। এই জমি কেনার এক বছরের মধ্যে আলিবাগে আরও একটি বাড়ি কিনেছিলেন সুহানা। সেই বাড়ির দাম ১০ কোটি টাকা। উল্লেখ্য, এখনও পর্যন্ত সুহানা বা শাহরুখের তরফ থেকে এই বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। কিছু দিন আগেই আরিয়ানের ‘ব্যাড্‌স অফ বলিউড’ সিরিজ়ের ঝলক প্রকাশ অনুষ্ঠানে পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন সুহানা খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement