মৃত্যুর আগে অসুস্থ ছিলেন মুকুল দেব? ছবি: সংগৃহীত।
যতই তাঁর দাদা রাহুল দেব বলুন, “আমার ভাই শান্তিতে মারা গিয়েছে”, মানতে পারছে না বলিউড। মানতে না পারার নেপথ্য কারণ, মুকুল দেবের মৃত্যুর পর সংবাদমাধ্যমকে দেওয়া অভিনেত্রী মুক্তা গডসের একটি বক্তব্য। শনিবার এক দিকে প্রয়াত অভিনেতার অন্ত্যেষ্টিক্রিয়া চলছে। অন্য দিকে, মুক্তা জানিয়েছেন, মুকুল গুরুতর অসুস্থ ছিলেন! মৃত্যুর আগে এক সপ্তাহ তাঁর আইসিইউ-তে কেটেছে। মুক্তার এই বক্তব্য নতুন করে চর্চায় এনেছে প্রয়াত অভিনেতাকে।
শুক্রবার গভীর রাতে মৃত্যু হয়েছে মুকুলের। শনিবার বেলা গড়ানোর পর সে খবর প্রকাশ্যে আসে। তা হলে কি মুকুলের পরিবার কিছু লুকোচ্ছেন? অভিনেত্রীর বক্তব্য প্রকাশ্যে আসতেই এমন প্রশ্ন উঠেছে বলিউডের অন্দরে।
মুগ্ধা তাঁর বক্তব্যে সাফ বলেছেন, “মৃত্যুর আগে এক সপ্তাহ গুরুতর অসুস্থ ছিলেন মুকুল। তাঁর চিকিৎসা চলছিল। সাত দিন টানা লড়াইয়ের পর হার মেনেছেন তিনি। মুকুলের আর জীবনের পথে ফেরা হল না। আমরা কেউ বুঝতে পারিনি, তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন।” মুক্তার এই বক্তব্যের স্বপক্ষে বা বিপক্ষে যদিও দেব পরিবারের কেউ এখনও কোনও বক্তব্য রাখেননি। শনিবার প্রয়াত অভিনেতার দাদা রাহুল এক বিবৃতিতে লেখেন, “আমাদের ভাই মুকুল দেব গত রাতে (শুক্রবার) নয়াদিল্লিতে শান্তিপূর্ণভাবে মারা গিয়েছেন। তাঁর কন্যা সিয়া দেব বর্তমান। পরিবারের বাকি সদস্য যেমন, রশ্মি কৌশল, রাহুল দেব, সিদ্ধান্ত দেব তাঁর অভাব প্রতি মুহূর্তে অনুভব করবেন।”
বন্ধুর মৃত্যুতে শোকস্তব্ধ প্রবীণ অভিনেতা দারা সিংহ-পুত্র বিন্দু দারা সিংহও। তিনি মুকুলের সঙ্গে ‘সন অফ সর্দার ২’ ছবিতে অভিনয় করেছেন। বিন্দু লিখেছেন, “ওর ওজন অনেকটা বেড়ে গিয়েছিল। একাকিত্বেও ভুগছিল।”
প্রয়াত অভিনেতার ভাই রাহুল দেব জানিয়েছেন, মুকুল তাঁর কন্যা সিয়া দেবের সঙ্গে থাকতেন। বিন্দু কিন্তু অন্য কথা জানিয়েছেন। তাঁর দাবি, “ওর এক কন্যাসন্তান রয়েছে। কিন্তু সে-ও তো ওর সঙ্গে থাকত না। ‘সন অফ সর্দার ২’-এ অভিনয় করে বলিউডে প্রত্যাবর্তন করার চেষ্টা করেছিল। কিন্তু দুঃখের বিষয় ছবিটা আর ও দেখতে পারবে না। খুব দুঃখের খবর এটা।”