Mukul Dev Wife

মুকুলের মৃত্যুর খবর পেয়েও দেখতে আসেননি স্ত্রী শিল্পা দেব, কর্পূরের মতো উবে গেলেন কেন?

একাকিত্ব ও অবসাদ ঘিরে ধরেছিল মুকুলকে? এমনটাই দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবেরা। স্বামীর মৃত্যুর খবর পেয়েও শেষ দেখা দেখতে আসেননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৫:০৮
Share:

মুকুল দেবের স্ত্রী কে ছিলেন? ছবি: সংগৃহীত।

মাত্র ৫৪ বছরে অভিনেতা মুকুল দেবের মৃত্যুতে স্তব্ধ সকলে। অসুস্থ ছিলেন অনেক দিন ধরেই। গত আট-দশ দিনে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। শারীরিক অবনতির নেপথ্যে কি একাকিত্ব এব‌ং অবসাদ ছিল? তাঁর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবেরা অবশ্য সেটাই দাবি করেছেন। বিয়ে করেছিলেন। বেশি দিন টেকেনি সেই বিয়ে। স্বামীর মৃত্যুর খবর পেয়েও শেষ দেখা দেখতে আসেননি স্ত্রী শিল্পা।

Advertisement

দিল্লিনিবাসী শিল্পার সঙ্গে বিয়ে হয় মুকুলের। অভিনয় জগতের কেউ নন শিল্পা। শোনা যায়, বিয়ের পর থেকে খুব তুচ্ছ ব্যাপার নিয়েও মতপার্থক্য হত দু’জনের মধ্যে। ২০০৪ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তাঁরা। ২০০৫ সালে মেয়ে সিয়াকে নিয়ে স্থায়ী ভাবে দিল্লি চলে যান শিল্পা। আর ফেরেননি। তখন মুকুল-কন্যার সিয়ার বয়স ছিল দু’বছর। স্ত্রী শিল্পার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও মেয়ে সিয়ার সঙ্গে যোগাযোগ ছিল মুকুলের। ২০২২ সালে মেয়ের ২০তম জন্মদিনে ছবি পোস্ট করেছিলেন মুকুল। মেয়ে সঙ্গে না থাকায় আক্ষেপ প্রকাশ করেছিলেন। তবে বিচ্ছেদের পর থেকে নাকি একা থাকতে শুরু করেন অভিনেত। মদ্যপান শুরু করেন। মায়ের মৃত্যুর পর থেকে যেন আরও একা হয়ে যান, অবসাদে ভুগতে শুরু করেন মুকুল। যদিও কী কারণে তাঁদের বিচ্ছেদ হয়েছিল তা নিয়ে কখনওই মুখ খোলেননি অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement