টাইগার-হৃতিক
যশ রাজের ব্যানারে হৃতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত মেগা ছবির শুটিং তাক লাগিয়ে দেবে বলিউডপ্রেমীদের। ছ’টি দেশের ১৪টি মেগাসিটিতে শুট হবে এই ছবির।
বিদেশের তালিকায় রয়েছে স্পেন, জর্জিয়া, ইতালি, পর্তুগাল, সুইডেন।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের কথায়, ‘‘হিন্দি ছবির সবচেয়ে বড় মাপের অ্যাকশন সিকোয়েন্সের শুট হবে এই দেশগুলিতে।’’ অনেক আন্তর্জাতিক টেকনিশিয়ানদেরও কাজ করার কথা এই ছবিতে। সেপ্টেম্বরে শুরু হবে শুটিং।