Moon Moon Sen

করোনা কাটিয়ে

শোনা যাচ্ছিল, বাবা-মা’র অসুস্থতার সময়ে রাইমা-রিয়া দূরত্ববিধি বজায় রাখতে দিনকয়েক টলিক্লাবে ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ০০:১৯
Share:

মুনমুন, রাইমা ও রিয়া

বেশ বড়সড় ঝড়ের মুখে পড়েছিল সেন পরিবার। তবে অবস্থা এখন অনেকটাই থিতু। দিনকয়েক আগেই মুনমুন সেন অসুস্থ হয়ে পড়েছিলেন। কোভিড টেস্ট করালে রিপোর্ট পজ়িটিভ আসে। একই সঙ্গে মুনমুনের স্বামী ভরত দেববর্মাও অসুস্থ হয়েছিলেন বলেই খবর। তবে কঠিন সময়টি কাটিয়ে এখন অনেকটাই বিপণ্মুক্ত দু’জনে, জানালেন রাইমা সেন। বললেন, ‘‘মা কোভিড পজ়িটিভ ছিলেন বেশ কয়েক দিন আগে। তবে এখন সুস্থ আছেন। হোম কোয়রান্টিনেই রয়েছেন। বাবার অবস্থাও এখন স্থিতিশীল।’’

Advertisement

শোনা যাচ্ছিল, বাবা-মা’র অসুস্থতার সময়ে রাইমা-রিয়া দূরত্ববিধি বজায় রাখতে দিনকয়েক টলিক্লাবে ছিলেন। এ প্রসঙ্গে রাইমার জবাব, ‘‘আই অ্যাম অ্যাট হোম। এখনও বাড়িতেই আছি। অতুল মোঙ্গিয়ার ওয়েব সিরিজ়ের শুটিং করতে মুম্বই যাচ্ছি। এক দিন পরেই ফিরে আসব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement