Khakee 2

নীরজের ‘খাকি ২’ সিরিজ়ে এক ঝাঁক বাঙালি অভিনেতা, গানে কেন নেই? ফাঁস করলেন জিৎ

‘রুস্তম’ ছবির গান দিয়ে বন্ধুত্ব শুরু। সেই বন্ধুত্ব আরও এক বার ঝালিয়ে নিতেই ‘খাকি ২’-এ আবার এক জোট নীরজ পাণ্ডে-জিৎ গঙ্গোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫১
Share:

জিৎ গঙ্গোপাধ্যায় সুর দেওয়া সিরিজ় ‘খাকি ২’তে জিৎ। ছবি: সংগৃহীত।

অরিজিৎ সিংহ-পলক মুচ্ছলের গাওয়া ‘দেখা হাজারো দফা আপকো’ এখনও সকলে শোনেন। অক্ষয়কুমার-ইলিয়ানা ডি’ক্রুজ অভিনীত এই ছবি দিয়ে নীরজ পাণ্ডে-জিৎ গঙ্গোপাধ্যায়ের বন্ধুত্বের হাতেখড়ি। সেই বন্ধুত্ব আরও এক বার ঝালিয়ে নিতেই নীরজের নতুন সিরিজ় ‘খাকি ২’-এর সুরের দায়িত্বে জিৎ। সিরিজ়ে রয়েছেন একাধিক বাঙালি অভিনেতা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, রাজেশ শর্মা, ঋত্বিক ভৌমিক, রাহুল দেব বসু, শ্রদ্ধা দাস দাপিয়ে অভিনয় করেছেন।

Advertisement

অথচ, সুরকার জিতের তত্ত্বাবধানে কোনও বাঙালি গায়ক নেই! কেন?

জানতে চেয়েছিল আনন্দবাজার অনলাইন। জিৎ বলেছেন, “সিরিজ়ে কলকাতা বা বাংলা সিংহভাগ জুড়ে থাকবে। তার মানে গায়ককেও বাঙালি হতে হবে, এমন কিছু চাননি নীরজ। বরং জানিয়েছিলেন এমন গলা যেন বেছে নিই, যাঁর কণ্ঠে সব প্রদেশের ভাষা, সুর মানাবে।” সুরকারের তাই পছন্দ কীর্তি সাগাটিয়া। প্রসঙ্গত, কীর্তির বাবা কারসন সাগাটিয়া ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ‘ঢোলি তারো’ গানটি গেয়েছিলেন। বাবার মতোই পুত্রের কণ্ঠেও মেঠো সুর ভাল খোলে, জানিয়েছেন জিৎ। ‘খাকী’র আগের পর্বেও কীর্তির গেয়েছিলেন। এ বারেও তিনি শীর্ষ সঙ্গীত গেয়েছেন, যা সিরিজ়ের শুরু থেকে শেষ পর্যন্ত শোনা যাবে। নেপথ্য সুরের দায়িত্বও জিতের কাঁধে।

Advertisement

বাঙালিয়ানা ধরে রাখতে প্রাদেশিক সুরের পাশাপাশি বাদ্যযন্ত্র হিসেবে জিৎ ব্যবহার করেছেন শঙ্খ, উলুধ্বনি। গানের সুরে লোকসঙ্গীতের আমেজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement