হার্দিক ও মাহিকা প্রেমে, কেমন আছেন নাতাশা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
নতুন প্রেমে সিলমোহর দিয়েই দিলেন হার্দিক পাণ্ড্য! বহু দিন ধরে জল্পনা চলছিল। অবশেষে প্রকাশ্যে একসঙ্গে দেখা গেল ক্রিকেটার হার্দিক ও তাঁর চর্চিত প্রেমিকা মডেলকন্যা মাহিকা শর্মাকে। মুম্বইয়ের বিমানবন্দরে একই রঙের পোশাকে একজোটে দেখা গেল তাঁদের। নতুন জুটিকে দেখামাত্রই নেটাগরিকের প্রশ্ন, কেমন আছেন হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশা স্তানকোভিচ? কৌতুহলের উত্তর নিজেই দিলেন সার্বিয়ান মডেল।
একসময় হার্দিকের অনুরাগীরা আক্রমণ করেছিলেন নাতাশাকে। তাঁদের দাবি ছিল, সম্পর্কে প্রতারণা করেছেন নাতাশা। তবে বিষয়টা নাকি আসলে ঠিক উল্টো। শুক্রবার হার্দিকের নতুন প্রেম প্রকাশ্যে আসতে সেটাই যেন আরও এক বার স্পষ্ট হল। শুক্রবার যখন নেটপাড়া হার্দিক ও মাহিকাকে নিয়ে ব্যস্ত, তখন নাতাশা ব্যস্ত পুত্র অগস্ত্যকে নিয়ে।
পুত্র অগস্ত্যের সঙ্গে নাতাশা! ছবি- সংগৃহীত।
ইনস্টাগ্রামের স্টোরিতে পুত্রের সঙ্গে একটি ভিডিয়ো ভাগ করে নেন নাতাশা। সেখানে দেখা যায়, গাড়িতে চেপে মা ও পুত্র গান গাইতে গাইতে যাচ্ছেন। গানটির নাম— ‘ডোন্ট স্টপ প্রেয়িং, ডোন্ট স্টপ বিলিভিং’। নেটপাড়া মুগ্ধ হয় এই ভিডিয়োতে। গানের কথাতেই ইঙ্গিত খুঁজে পেয়েছেন তাঁরা। যা-ই হয়ে যাক, ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেতে হবে। পুত্রকে এমন বার্তাই দিতে চাইছেন নাতাশা, অনুমান অনুরাগীদের।
ম্যাথিউ ওয়েস্ট-এর এই গান সঙ্গীতপ্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয়। গানের বক্তব্যই হল, যা-ই হয়ে যাক বিশ্বাস রাখতে হবে। একদিন সব ঠিক হয়ে যাবে। তাই প্রার্থনা থামানো যাবে না। নাতাশার এই গানটি বেছে নেওয়া যথেষ্ট ইঙ্গিতবহ বলে মনে করছেন নেটাগরিক। তবে সরাসরি হার্দিকের নতুন প্রেম নিয়ে কোনও মন্তব্য করেননি নাতাশা।