Neel Bhattacharya

ভার্চুয়াল অঞ্জলিতে বসতেই নেট বন্ধ! কী করলেন নীল?

স্নান সেরে পাটভাঙা পাঞ্জাবি পরে নীল ভট্টাচার্য সবে বসেছেন অঞ্জলি দিতে। মা খেয়াল না করেই দিয়েছেন নেট বন্ধ করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২০ ১৯:১৯
Share:

নীল। নিজস্ব চিত্র।

হাসবেন না। এমনটা আপনার সঙ্গেও হতে পারে। এক মনে যখন মন্ত্র বলছেন আচমকা ওয়াইফাই অফ। অষ্টমীর অঞ্জলির দফারফা। পরিবারের লোকেরা কী করে জানবেন, আপনি মায়ের টানে ল্যাপটপের সামনে?

Advertisement

ঠিক এটাই ঘটেছে ‘কৃষ্ণকলি’র ‘নিখিল’-এর সঙ্গে। স্নান সেরে পাটভাঙা পাঞ্জাবি পরে নীল ভট্টাচার্য সবে বসেছেন অঞ্জলি দিতে। মা খেয়াল না করেই দিয়েছেন নেট বন্ধ করে। ব্যাস, ঠাকুরমশাই ভ্যানিশ। মন্ত্র শুনতে না পেয়ে ল্যাপটপের উপর ঝুঁকে পড়েছেন অভিনেতা।

আসল কারণ ধরতে পেরেই মায়ের উদ্দেশ্যে হাঁক, ‘‘মা ওয়াইফাই বন্ধ করলে কেন? আমি অঞ্জলি দিচ্ছি!’’

Advertisement

নিজে করোনাজয়ী। কোভিডাসুরকে বধ করতে পঞ্চমী থেকেই মায়ের আরাধনায় মাতলেন নাকি নীল? এখানেই ট্যুইস্ট। ভার্চুয়াল পুজোয় অনেককেই যে এভাবে হোঁচট খেতে হতে পারে সেটাই অভিনয় করে দেখিয়েছেন অভিনেতা। তাঁর এই কমেডি মনে ধরেছে নেটাগরিকদেরও। দেখতে দেখতে ক্লিপিংসের লাইকের সংখ্যা ১২ হাজারের উপরে।

বাস্তবেও কি এমনটাই এ বছর করবেন তিনি? পুজো আড্ডায় আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছিলেন, ‘‘নিউ নর্মালে নতুন রূপে ফিরবে পুজো। আগে যেমন পুজো হত মন থেকে, এ বারেও যেন তার হেরফের না হয়। হোক না এ বছর একটু অন্য রকম পুজো! নিউ নর্মাল পুজো কতটা প্যান্ডেল হপিংয়ের সুযোগ দেবে জানি না। তবে বন্ধুদের সঙ্গে আড্ডা বন্ধ যাবে না। হয় বাড়িতে নয় ভিডিও কলে চলবে দফায় দফায়।’’

আরও পড়ুন: প্রাণ বাঁচাল হাত ঘড়ি, ইনদওরে প্রৌঢ়ের কঠিন রোগ ধরিয়ে দিল অ্যাপল ওয়াচ

আরও পড়ুন: আইসক্রিমে মাংসের ফ্লেভার, স্বাদের সঙ্গে স্বাস্থ্যের জন্যও ভাল বলে দাবি সংস্থার​

একই সঙ্গে আশঙ্কা, ‘‘বিসর্জনের নাচ কখনও মিস করি না। পুজোয় আর কিছু করি না করি এটা কখনও বাদ পড়েনি। এ বছরও কি বজায় থাকবে সেই রীতি? ‘মা’ জানেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন