Chirosakha Serial

কমলিনী আর স্বতন্ত্রর মাঝে পার্বতী! তবে কি শেষের পথে ‘চিরসখা’? ধারাবাহিকের নতুন মোড় তুলছে নানা প্রশ্ন

পরিণত প্রেমের কাহিনির অনেক মোড় দেখেছে দর্শক। মাঝে প্লুটোর মৃত্যু নিয়ে সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছিল। এ বার কমলিনীকে নিয়ে চিন্তা সকলের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১১:৫৯
Share:

শেষের পথে কি ‘চিরসখা’? ছবি: সংগৃহীত।

স্বতন্ত্র আর কমলিনীর মাঝে এসেছে পার্বতী। পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছে স্বতন্ত্র। কাহিনি নতুন মোড় নিতেই দর্শকমহলে হাহাকার। অনেকেই ভাবেননি যে পার্বতীকেই শেষমেষ বিয়েটা করবে স্বতন্ত্র। তার পর থেকেই নানা জল্পনা সমাজমাধ্যমে। এ বার কি তবে শেষ হয়ে যাবে ধারাবাহিক?

Advertisement

পরিণত প্রেমের কাহিনির অনেক মোড় দেখেছে দর্শক। মাঝে প্লুটোর মৃত্যু নিয়ে সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছিল। এ বার কমলিনীকে নিয়ে চিন্তা সকলের। এত দিন ‘নতুন ঠাকুরপো’কে আঁকড়েই নিজের জীবন কাটিয়েছে সে। তিন ছেলেমেয়েকে বড় করেছে স্বতন্ত্রের সাহায্যে। যদিও কমলিনী এবং স্বতন্ত্রের সম্পর্ক নিয়ে প্রথম থেকে খুশি ছিল না কমলিনীর বড় ছেলে বুবলাই। ছেলের বৌ আসার পর সেই ক্ষোভ আরও দৃঢ় হয়েছে।

পার্বতী আর স্বতন্ত্রের বিয়ে কি তবে শান্তি দেবে বাকিদের? এক অনুরাগী মন্তব্য করেছেন, “আপনারা কি তাড়াতাড়ি এই ধারাবাহিকটি শেষ করে দিতে চান, তাই এমন গল্প দেখাচ্ছেন?” আবার এক জনের মন্তব্য, “গল্প এই ভাবে ঘুরে যাক আমরা চাই না। কেন পার্বতীকে আনলেন গল্পে?” কেউ কেউ আবার ক্ষোভপ্রকাশ করেছেন। আবার কমলিনীর পরিস্থিতি নিয়ে চিন্তিত অনেকে। আগামী দিনে কমলিনী, স্বতন্ত্র, পার্বতীর জীবন কোন দিকে মোড় নেবে সেটাই দেখার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement