Nick Jonas-Priyanka Chopra

‘আমার গরম একটু বেশিই,’ প্রিয়ঙ্কার সঙ্গে শোয়ার ঘরের কোন কীর্তি ফাঁস করলেন নিক?

প্রিয়ঙ্কার সঙ্গে একবারে একান্ত ব্যক্তিগত মুহূর্তের কথা প্রকাশ্যে আনলেন নিক জোনাস। জানালেন তাঁদের শোয়ার ঘরের নিয়মকানুন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৪:১৫
Share:

নিক-প্রিয়ঙ্কার সমীকরণ। ছবি: সংগৃহীত।

নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়ার জমাটি রসায়নের কথা অনেকেরই জানা। যুগল তাঁদের দাম্পত্যজীবনের খুঁটিনাটি প্রায়ই সমাজমাধ্যমে প্রকাশ করে থাকেন। পুরুষ হিসাবে প্রিয়ঙ্কার চোখে নিকই শ্রেষ্ঠ, সে কথা সাফ জানিয়েছেন অভিনেত্রী। প্রিয়ঙ্কাকে স্ত্রী হিসেবে পেয়ে সুখী নিকও। কখনও প্রিয়ঙ্কার শরীরে পিৎজ়া রেখে খাচ্ছেন নিক, কখনও আবার একে অন্যের ঠোঁটে ডুবেছেন। এ বার অভিনেত্রীর সঙ্গে একান্ত ব্যক্তিগত মুহূর্তের কথা প্রকাশ্যে আনলেন নিক। জানালেন তাঁদের শোয়ার ঘরের নিয়মকানুন।

Advertisement

নিজের শোয়ার ঘরে বিছানার ব্যবহার প্রসঙ্গে নিক বলেন, ‘‘বিছানায় আমি কেবল শুতেই পছন্দ করি।’’ কিন্তু স্ত্রী প্রিয়ঙ্কা মাঝেমধ্যে বিছানায় শুয়ে-শুয়ে টিভি দেখেন। এই অভ্যাস একেবারেই অপছন্দ গায়কের। টিভি দেখতে হলে নিক খাটের পাশে রাখা চেয়ারে বসতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। নিক এমনকি শোয়ার ঘরে খাটের উপর খেলাধূলা করাও পছন্দ করেন না। তিনি শোয়ার ঘরের উষ্ণতা প্রসঙ্গে বলেন, ‘‘আমার এমনি বড্ড গরম লাগে, তাই অন্য রকম ভাবে উষ্ণ হতে চাই না।’’ নিকের এ হেন কথা শুনে সঞ্চালক বলেন, ‘‘আপনাদের ব্যাপারস্যাপার অন্য ধারার, একেবারে পাগলামির লক্ষণ।’’ মৃদু হাসেন অভিনেত্রীর স্বামী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement