Jisshu Sengupta-Nilanjana Sengupta

‘খাদান’-এর সাফল্যে মাতোয়ারা যিশু, ‘প্রতারক’ বলে খোঁচা নীলাঞ্জনার!

বক্স অফিসে ঝড় তুলেছে দেব-যিশুর যুগলবন্দি। এর মাঝেই ফের যিশুকে বিঁধলেন নীলাঞ্জনা!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৯
Share:

যিশুকে নিয়ে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট নীলাঞ্জনার! গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

এক ছাদের তলায় আর থাকছেন না যিশু সেনগুপ্ত-নীলাঞ্জনা। পথও বেঁকে গিয়েছে দু’জনের। সমাজমাধ্যম থেকে যিশুর সমস্ত ছবি ও নিজের নামের পাশ থেকে সেনগুপ্ত পদবি মুছে দিয়েছিলেন নীলাঞ্জনা। তার পরই স্পষ্ট হয় তাঁদের বিচ্ছেদের গুঞ্জন। গত কয়েক মাসে সমাজমাধ্যমে নানা ইঙ্গিতবাহী বার্তা দিয়েছেন নীলাঞ্জনা। কটাক্ষের তির প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যে যিশুর দিকেই, সে কথা বুঝতে অসুবিধা হয় না। যদিও কোথাও যিশুর নাম করেন না তিনি। এই মুহূর্তে ‘খাদান’-এর সাফল্য নিয়ে ব্যস্ত যিশু। বক্স অফিসে ঝড় তুলেছে দেব-যিশুর যুগলবন্দি। এর মাঝেই ফের যিশুকে বিঁধলেন নীলাঞ্জনা!

Advertisement

তিনি সম্পর্কে প্রতারণা নিয়ে লিখেছেন। নীলাঞ্জনা লেখেন, “সম্পর্কে থাকাকালীন সঙ্গীর সঙ্গে প্রতারণা হল সবচেয়ে অসম্মানজনক কাজ, যা কোনও মানুষ করতে পারে না। যদি তুমি কোনও সম্পর্কে সুখী না থাকো, তা হলে সেটা চুকিয়ে অন্য সম্পর্ক শুরু করো।’’ সেনগুপ্ত পদবি সরিয়ে ফেলার পরে ইনস্টাগ্রামে নীলাঞ্জনা নিজের পরিচয় দেন ‘নিনি চিনি’জ় মাম্মা’ হিসাবে। কিছু দিন আগেও সম্পর্ক এবং বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন নীলাঞ্জনা। তিনি লিখেছিলেন, “কেউ ২৫ বছরে বিয়ে করে, কিন্তু ৫ বছর পরেই ডিভোর্স হয়ে যায়। কেউ ৪০ বছরে বিয়ে করেছে, কিন্তু সেখানে এক জীবনের ভালবাসা পেয়ে গিয়েছে। তাই আপনার দেরি হয়নি, আবার সময়ের আগেও কিছু হয়নি। আপনি যেখানে রয়েছেন ঠিক সেখানেই থাকার কথা ছিল।” টলিপাড়ায় কানাঘুষো, অভিনেতা নাকি আপ্তসহায়কের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। প্রেমের টানেই নাকি ঘর ছেড়েছেন। যদিও তাঁর অতি ঘনিষ্ঠদের দাবি, যা রটেছে তা ঘটেনি। মহিলা আপ্তসহায়কের সঙ্গে প্রেম নেই তাঁর। তা হলে সেনগুপ্ত দম্পতির সম্পর্কে এমন ফাঁক এল কী ভাবে, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement