Nilanjana Sharma

‘একা মা’-ই আসল নায়ক, যিশুর উদ্দেশেই কি ফের বিশেষ বার্তা দিতে চাইলেন নীলাঞ্জনা?

অভিনেত্রী তথা প্রযোজক নীলাঞ্জনা শর্মার ব্যক্তিগত জীবন নিয়ে বিপুল কাটাছেঁড়া হয়েছে। আবারও ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৯:২৯
Share:

আবারও ইঙ্গিতপূর্ণ পোস্ট নীলাঞ্জনার! ছবি: সংগৃহীত।

মাঝে মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করে থাকেন প্রযোজক নীলাঞ্জনা শর্মা। শোনা যায়, অভিনেতা যিশু সেনগুপ্তর সঙ্গে সংসার ভেঙেছে তাঁর। এখনও অবশ্য প্রকাশ্যে কোনও বিবৃতি দেননি যুগলে। শোনা যায়, দুই মেয়ে সারা সেনগুপ্ত এবং জ়ারা সেনগুপ্তকে নিয়ে দক্ষিণ কলকাতার বাড়িতে থাকেন নীলাঞ্জনা। যিশু নাকি অন্য একটি ফ্ল্যাটে আলাদা থাকেন। তবে এই নিয়ে কোনও মন্তব্য করতে চান না তাঁরা। তবে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন নীলাঞ্জনা। যে পোস্টে তিনি লিখেছেন, “আপনারা শুনতে পাচ্ছেন! পর্দায় নয় বাস্তবেও ‘সুপারহিরো’ রয়েছে। তাঁরা হলেন সেই সব মায়েরা, যাঁরা একা হাতে তাঁদের সন্তানকে বড় করছেন।” কিছু দিন আগেই দেখা গিয়েছে, ইনস্টাগ্রাম থেকে বাবা যিশুকে আনফলো করেছেন সারা।

Advertisement

কী পোস্ট করেছেন তিনি? ছবি: সংগৃহীত।

যদিও স্ত্রী-কে অনেক দিন হল আনফলো করছেন নায়ক। তবে কিছু দিন আগে পর্যন্ত মেয়ে সারাকে অনুসরণ করতেন তিনি। এখন আর করেন না। ইনস্টাগ্রামে তেমনটাই দেখা গিয়েছে। সারাও বাবাকে আনফলো করেছেন। মুখে না বললেও তাঁদের মধ্যে সব যে ঠিক নেই, এ যেন তারই পূর্বাভাস। পেশাগত দিক থেকে অনেকটাই এগিয়ে গিয়েছেন সারা। নীলাঞ্জনা যেমন প্রযোজনার কাজ করছিলেন সেটা তো চলছেই। অন্য দিকে সারা মন দিয়েছেন মডেলিংয়ের কাজে। আর যিশু, সৌরভ দাসের সঙ্গে যৌথ ভাবে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement