Nilanjana Sharma

যিশুহীন নীলাঞ্জনার সংসারে প্রথম পদক্ষেপ! দুই মেয়ে সারা ও জ়ারা কি মায়ের সঙ্গে আছেন?

দুই মেয়েকে নিয়ে সংসার গুছিয়েছেন নীলাঞ্জনা। এ বার নীলাঞ্জনার জীবনে একটা সুখের দিন। ভাগ করে নিলেন সেই সুখবর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ২০:৫৫
Share:

নীলাঞ্জনার জীবনে নতুন খবর! ছবি: সংগৃহীত।

যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত একদা টলিপাড়ার চর্চিত দম্পতি। কিন্তু এখন তাঁদের পথ আলাদা। দুই মেয়েকে নিয়ে সংসার করছেন নীলাঞ্জনা। একটা সময় নিজেকে কয়েক মাসে গুটিয়ে নেন যিশু। যদিও এখন অবশ্য তিনি স্বমহিমায় ফিরেছেন টেলিভিশনের পর্দায়। একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে দেখা যাচ্ছে তাঁকে। বিভিন্ন সিনেমার প্রিমিয়ারে হাজিরও হচ্ছেন। অন্য দিকে, দুই মেয়েকে নিয়ে সংসার গুছিয়েছেন নীলাঞ্জনা। এ বার নীলাঞ্জনার জীবনে একটা সুখের দিন। ভাগ করে নিলেন সেই সুখবর। তবে দুই মেয়ে ছাড়া যে কিছু সম্ভব হত না। সে কথাও জানালেন টলিপাড়ার এই প্রযোজক।

Advertisement

সোমবার নীলাঞ্জনার প্রযোজনা সংস্থার প্রথম ধারাবাহিক ‘দাদামণি’র সম্প্রচার শুরু হয়েছে। যদিও এর আগে যিশুর সঙ্গে বিচ্ছেদের সময় ‘হরগৌরী পাইস হোটেল’-এর প্রযোজকের দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও শোনা যায়, সেখানে যিশুর অংশীদারি ছিল। এ বার অবশ্য একেবারে ‘একলা চলো রে’ নীতি নিলেন নীলাঞ্জনা। মায়ের এই প্রথম পদক্ষেপের সঙ্গে রয়েছে দুই কন্যা সারা ও জ়ারা। নীলাঞ্জনা যে পারবেন সেই আস্থা জুগিয়েছেন দুই মেয়েই। নীলাঞ্জনার কথায়, ‘‘আমার নতুন শোয়ের সম্প্রচার শুরু হয়েছে। অবশ্যই চিন্তায় উদ্বেগে ছিলাম। আমার প্রত্যেক দিনের এই উৎকণ্ঠা সহ্য করেছে ওরা। সারা আমাকে আলিঙ্গন বদ্ধ করে নেয়। আমি যে করতে পেরেছি তাতেই গর্বিত। অন্য দিকে, জ়ারার স্নেহের চুম্বন। শুধু তাই নয়, দুই মেয়ে আমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। মনোবল বাড়িয়ে দিয়েছে ওরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement