Nusrat Jahan

টেডি ডাকছে নুসরতকে, মেয়েবেলায় ফিরে যাবেন সাংসদ?

কী করবেন নুসরত? নতুন বছরে নতুন করে ডুব দেবেন ফেলে আসা দিনে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ২২:১৮
Share:

নুসরত জাহান

ছেলেমানুষিতে পেয়েছে নুসরত জাহানকে? বছরশেষে তাঁর সফর সঙ্গী টেডি আর ডোরেমন! দু’পাশ থেকে দু’জন গলা জড়িয়েছে নুসরত জাহানের। কোলের উপরে ইয়া বড় স্মাইলি কুশন। কাছে টেনে নিতেই যেন মেয়েবেলা চুপিসারে হাজির সাংসদ-তারকার কাছে।
কী করবেন নুসরত? নতুন বছরে নতুন করে ডুব দেবেন ফেলে আসা দিনে?
ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা টি সিরিজের গান, সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিয়োর ক্যাপশন বলছে, ছেলেমানুষিকেই সবুজ সঙ্কেত পাঠাচ্ছেন অভিনেত্রী। ক্যাপশনে লেখা, ‘আমরা জ্ঞান-বুদ্ধিতে পরিণত হই। তার পরেও মনের মধ্যে কোথাও যেন ছেলেবেলা ঘাপটি মেরে থাকেই।’

Advertisement

A post shared by Nusrat (@nusratchirps)

প্রায়ই রিল ভিডিয়ো অনুরাগীদের উপহার দেন নুসরত। কখনও তা খুনসুটিমাখা। কোনওটা শরীরী আশ্লেষে ভরপুর। তাঁকে ঘিরে অবিরাম পাক খায় বিতর্কও। অনেক দিন পরে সেই নুসরতই সহজ, সরল। শিশুসুলভ। যা মন ভাল করে দিয়েছে নেটাগরিকদেরও। ফলে, ভিউয়ার্সও এক লাফে ২২ হাজার!
এই ‘টেডি টাইম’ নিজেও মনেপ্রাণে উপভোগ করেছেন অভিনেত্রী। তাঁর চোখ-মুখ-বিভঙ্গ বলছে, সুযোগ পেলেই এদের সঙ্গ আগামী দিনেও ভোগ করবেন তিনি।
চলতি বছরের বড়দিনে সান্তাক্লজের থেকে এই ‘মেয়েবেলা’ই কি ফিরে পেতে চেয়েছিলেন নুসরত? উপহার হিসেবে?

Advertisement

আরও পড়ুন: শাহরুখ-পুত্র নয়, এ বার অমিতাভ-নাতনির সঙ্গে জাভেদ-পুত্রর গুজব তুঙ্গে

আরও পড়ুন: নতুন বছরে ইমন সর্বভারতীয়, রহমানের সুরে গাইছেন কভার সং

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন