সম্পর্কের গুজবের তালিকায় এখন প্রথম জুটি অমিতাভ-নাতনি ও জাভেদ-পুত্র। গুজবটি আজকের নয়। বছর ঘুরে গেল তাঁদের নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। কিন্তু চাপা ফিসফাস ফের চাগিয়ে উঠল নতুন ইনস্টাগ্রাম পোস্টের পর।
এর আগে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের বিশেষ সম্পর্ক আছে বলে শোনা গিয়েছিল। এমনকি তাঁদের মতো দেখতে দুই ছেলে-মেয়ের এমএমএস প্রকাশ্যে আসার পর তাঁদের নিয়ে চর্চা তুঙ্গে ওঠে।
কিন্তু এখন জুটির বদল হয়েছে। ফোকাস এখন নভ্যা ও জাভেদ জাফরির ছেলে মিজান জাফরির দিকে। বিখ্যাত দুই স্টার-কিডের গভীর বন্ধুত্ব নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন। একটি সাক্ষাৎকারে মিজানকে এই নিয়ে প্রশ্নও করা হয়েছিল এক বছর আগে। তিনি স্পষ্টই জানিয়েছিলেন, “আমি আর নভ্যা খুব ভাল বন্ধু। বিশেষ করে, আমার বোন ও নভ্যা বেস্টি। একই বন্ধুর গ্রুপ আমাদের। তা ছাড়া আমি এখন কারওর সঙ্গে সম্পর্কে নেই।”