Entertainment News

জন্মদিনে অঙ্কুশকে কী ভাবে উইশ করেছেন ঐন্দ্রিলা?

ঐন্দ্রিলা-অঙ্কুশের সম্পর্কের কথা টলি মহলে কারও অজানা নয়। কিছুদিন আগে এক সাক্ষাত্কারে সামনেই বিয়ে করবেন, এ ইঙ্গিত দিয়েছিলেন অঙ্কুশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০০
Share:

অঙ্কুশ-ঐন্দ্রিলা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

ভ্যালেন্টাইনস্ ডে, অর্থাত্ প্রেমের দিন। আর এই দিনেই জন্মেছিলেন টলি অভিনেতা অঙ্কুশ। ফলে জমজমাট সেলিব্রেশন তো হবেই। সকলের মতোই জন্মদিন অঙ্কুশের কাছে স্পেশ্যাল। এই স্পেশ্যাল দিনে অঙ্কুশকে কী ভাবে উইশ করেছেন বান্ধবী ঐন্দ্রিলা?

Advertisement

সোশ্যাল মিডিয়ায় নিজেদের দুটি ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা। তিনি লিখেছেন, ‘তোমার জীবনে অনেক সাফল্য এবং খুশি কামনা করি। শুভ জন্মদিন।’

ঐন্দ্রিলা-অঙ্কুশের সম্পর্কের কথা টলি মহলে কারও অজানা নয়। কিছুদিন আগে এক সাক্ষাত্কারে সামনেই বিয়ে করবেন, এ ইঙ্গিত দিয়েছিলেন অঙ্কুশ। ঐন্দ্রিলাও বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যাননি। যদিও বিয়ে কবে, এ প্রশ্নের এখনও পর্যন্ত সরাসরি উত্তর দেননি অঙ্কুশ বা ঐন্দ্রিলা কেউই। জন্মদিনে সোশ্যাল মিডিয়াতে অনুরাগীরা ছাড়াই ইন্ডাস্ট্রির একটা বড় অংশ নায়ককে শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement

আরও পড়ুন, পুরুষ না মহিলা, কেমন সঙ্গী পছন্দ? চান্দ্রেয়ী বললেন…

Wish u more success & happiness in ur life.. Stay the way you’re @ankush.official HAPPY BIRTHDAY 🥳🎂❤️

A post shared by Oindrila Sen (@love_oindrila) on

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement