Jaya Bachchan

শাশুড়ির কথা শুনে চোখে জল এসে যায় ঐশ্বর্যার! প্রাক্তন বিশ্বসুন্দরী সম্পর্কে কী এমন বলেন জয়া?

প্রথম দিকে অবশ্য শাশুড়ি-বৌমার সম্পর্ক মোটেই তিক্ত ছিল না। বরং বহু অনুষ্ঠানে একসঙ্গে দেখাও যেত তাঁদের। তেমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ফের ভাইরাল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৭:১৬
Share:

জয়ার কথায় চোখে জল ঐশ্বর্যার। ছবি: সংগৃহীত।

শাশুড়ি আর পুত্রবধূর সম্পর্ক নাকি খুব একটা মধুর নয়। বচ্চন পরিবার নিয়ে এমন গুঞ্জন প্রায়ই শোনা যায় বি টাউনে। এ-ও শোনা যায়, জয়া বচ্চনের সঙ্গে মনান্তরের জন্যই নাকি বচ্চন পরিবারের সঙ্গে খানিক দূরত্ব বজায় রাখেন ঐশ্বর্যা। এমনকি গত বছর ঐশ্বর্যা এবং অভিষেকের বিচ্ছেদের খবরও ছড়িয়েছিল। সেই জল্পনা মিথ্যে হলেও, তখনও শোনা গিয়েছিল শাশুড়ির সঙ্গে বনিবনার অভাবই নাকি অন্যতম কারণ। কিন্তু সত্যিই কি ঐশ্বর্যা ও জয়া বচ্চনের সম্পর্ক এতটাই তিক্ত?

Advertisement

প্রথম দিকে শাশুড়ি-বৌমার সম্পর্ক মোটেই তিক্ত ছিল না। বরং বহু অনুষ্ঠানে একসঙ্গে দেখাও যেত তাঁদের। তেমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ফের ভাইরাল। এই ভিডিয়োতে পুত্রবধূর ভূয়সী প্রশংসা করতে দেখা যায় জয়াকে। ২০০৭ সালের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিয়ো এটি। পুরস্কার নেওয়ার সময়ে জয়া বলেছিলেন, “আমাকে এর আগেও এই পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তু আমি সেই পুরস্কার গ্রহণ করিনি। আমি মনে করেছিলাম, এটা উপযুক্ত সময় নয়। কিন্তু আজ আমি এক অসাধারণ সুন্দরী ও ভাল মেয়ের শাশুড়ি হতে চলেছি।”

এখানেই শেষ নয়। ঐশ্বর্যার বিষয়ে জয়া বলেছিলেন, “ওর মধ্যে মূল্যবোধ রয়েছে। নিজের সম্মান রাখতে জানে। আর ওর হাসিটাও খুব সুন্দর।” শাশুড়ি মায়ের মুখে প্রশংসা শুনে চোখে জল এসে যায় ঐশ্বর্যার। কিন্তু মুখে হাসি লেগে থাকে। এই ভিডিয়ো ফের ভাইরাল হতেই অনুরাগীদের প্রশ্ন, “কী ভাবে এত ভাল সম্পর্কে তিক্ততা তৈরি হল?”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement