Orry

‘সমকামী হিসেবে ভালই ছিলাম’, বয়স বাড়তেই স্ত্রী খুঁজছেন ওরি! পাত্রী দেখাও শুরু!

সমকামী নেটপ্রভাবী হিসেবেই পরিচিত ওরি। কিন্তু যত বয়স বাড়ছে, ওরি একজন স্ত্রীর অভাব বোধ করতে শুরু করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ১৯:২৩
Share:

পাত্রী খুঁজছেন ওরি। ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম চর্চিত নাম ওরি তথা ওরহান অবাত্রামণি। বি-টাউনের প্রায় সব তারকার সঙ্গেই তাঁর ওঠাবসা। কিন্তু তাঁর পেশা কী, তা নিয়ে স্পষ্ট উত্তর প্রায় কারও কাছেই নেই। বলা ভাল, হঠাৎ করেই বলিউডে আবির্ভাব ওরির। কিন্তু জনপ্রিয় হওয়ার পর থেকে বার বার খবরের শিরোনামে উঠে আসেন ওরি। এ বার তিনি নিজের যৌন পরিচিতি নিয়ে মুখ খুললেন।

Advertisement

সমকামী নেটপ্রভাবী হিসেবেই পরিচিত ওরি। কিন্তু যত বয়স বাড়ছে, ওরি একজন স্ত্রীর অভাব বোধ করতে শুরু করেছেন। গত ২ অগস্ট জন্মদিন ছিল ওরির। ৩০ পূর্ণ করলেন তিনি। তার পর থেকে বৌ-বাচ্চার প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি। নিজের একটি ভিডিয়ো পোস্ট করে সেই কথা জানিয়েছেন ওরি।

উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গ। গলায় রুপোর হার। কানে গোঁজা সিগারেট। হাতে সুরার বোতল। উশকো খুশকো চুল। এই অবস্থায় মাথায় হাত পড়েছে ওরির। কাঁদো কাঁদো মুখে বসে রয়েছেন তিনি, আর মদ্যপান করছেন। এই ভিডিয়ো ভাগ করে নিয়ে ওরি জন্মদিনের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীদের। সেই সঙ্গে তিনি লিখেছেন, “সকলকে ধন্যবাদ। কিন্তু এত দিন সমকামী হিসেবে ভালই ছিলাম। কিন্তু এ বার আমি ৩০ পেরিয়ে গিয়ে বুঝতে পারছি, একজন স্ত্রী ও সন্তান খুব দরকার।” এখানেই শেষ নয়। বিয়ে করার ইচ্ছেও প্রকাশ করেছেন ওরি। বিয়ের সম্বন্ধ পাঠানোর অনুরোধও করেছেন তিনি।

Advertisement

ওরির এই মূর্তি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। অনুরাগীরা মশকরা করে বলেছেন, তাঁর জন্য পাত্রী দেখা শুরু করছেন। কিন্তু অনেকে আবার যৌন পরিচিতি নিয়ে এই রসিকতা ভাল ভাবে নেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement