(বাঁ দিক থেকে) গোবিন্দ, মাধুরী দীক্ষিত এবং পহলাজ নিহলানী। ছবি: সংগৃহীত।
সম্প্রতি অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও তাঁর কর্মজীবনের শুরুর দিকের কিছু সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন পরিচালক পহলাজ নিহলানী। একসময় নাকি নবাগত গোবিন্দের বিপরীতে কাজ করতে রাজি হননি ‘ধক ধক গার্ল’ মাধুরী। তবে এই এই সিদ্ধান্তের সম্পূর্ণ দায় পরিচালক চাপিয়ে দেন অভিনেত্রীর আপ্তসহায়ক রিক্কু রাকেশ নাথের উপর। পহলাজই জানান, শোনা যায়, সেই সময় প্রযোজকদের সঙ্গে হাত মিলিয়ে গোবিন্দের কেরিয়ার নষ্ট করার চেষ্টা করেছিলেন রিক্কু।
প্রায় এক দশকের বেশি সময় ধরে মাধুরীর কেরিয়ারের দায়িত্ব নিয়েছিলেন তাঁর ম্যানেজার রিক্কু। পহলাজ বলেন, “রিক্কু রাকেশ নাথের মাধ্যমেই আমার গোবিন্দের সঙ্গে আলাপ। আমিই ওঁকে প্রস্তাব দিই মাধুরীকে ম্যানেজ করার জন্য। আমি মাধুরীর বিপরীতে গোবিন্দের সঙ্গে চুক্তি সই করি এবং রিক্কুকে সহকারী নিয়োগ করি। পরে, রিক্কু আরও ৮-১০ জন প্রযোজকের সঙ্গে ষড়যন্ত্র করে গোবিন্দের বিরুদ্ধে একটি ‘দল’ গড়ে তোলেন। ওঁরাই চিত্রনাট্যে পাতার পর পাতা যোগ করেন, কিন্তু সেই ছবিগুলির কোনওটাই তৈরি হয়নি কখনও।”
কোন ছবি? পহলাজ সরাসরি কোনও ছবির নাম নেননি। তবে তাঁর কথায় পরিষ্কার, ‘ইলজ়াম’ ছবিতে গোবিন্দের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন মাধুরীর কাছে। এটি গোবিন্দের অভিনয়জীবনের দ্বিতীয় ছবি। কিন্তু, সেই প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেত্রী। এর পরে নায়িকার চরিত্রে নীলমকে নেন পরিচালক। ঝুঁকি নিয়ে সফলও হন। বাণিজ্যসফল এই ছবি নীলমকে রাতারাতি তারকার খ্যাতি এনে দেয়।
সেই সময়ের কথা মনে করে পরিচালক বলেন, “আমি মাধুরীর বদলে নীলম কোঠারীকে আনি। মাধুরীকে অন্য ছবির প্রস্তাব দিই। কিন্তু তখন ও যে ছবিই ধরছিল, সব কাজ বন্ধ হয়ে যাচ্ছিল। আমি আবার ‘আগ হি আগ’ ছবিতে নীলমকে নিই। তার পর আমি আবার ‘পাপ কি দুনিয়া’ করি নীলমের সঙ্গেই।” প্রত্যেকটি ছবিই একের পর এক সাফল্য পায়। অন্য দিকে, সেই সময়ে নিম্নমুখী হতে থাকে মাধুরীর অভিনয়জীবন। তিনি যে ছবিই করতে যাচ্ছিলেন, তা হয় বন্ধ হয়ে যাচ্ছিল, না হলে সাফল্য পাচ্ছিল না। পরিচালক রীতিমতো রেগেই যান মাধুরীর উপর। তাঁর দাবি, অভিনেত্রী কোন ছবিতে কাজ করবেন, কোনটায় না, সেটা পুরোই সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল তাঁর আপ্তসহায়কের কথায় প্রভাবিত হয়ে। পরে পরিস্থিতি বদলায়। রিক্কুর অনুরোধেই মাধুরীর পরবর্তী ছবির ‘মহরত’ করেন পহলাজ। মাধুরী দীক্ষিত, অনিল কপূর ও চাঙ্কি পাণ্ডে অভিনীত ‘তেজ়াব’ ছবির মাধ্যমে ফের ঘুরে দাঁড়ান অভিনেত্রী। পরবর্তীকালে গোবিন্দ ও মাধুরী একসঙ্গে ‘মহা সংগ্রাম’, ‘ইজ্জতদার’, ‘পাপ কা অন্ত’-এর মতো ছবিতে কাজ করেছেন।