Entertainment News

গুলি করে খুন করা হল পাক গায়িকা-অভিনেত্রী রেশমাকে

জিও টিভির খবর অনুযায়ী, রেশমা তাঁর স্বামীর চতুর্থ স্ত্রী ছিলেন। নিজের ভাইয়ের সঙ্গে মিলিত ভাবে লাইভ অনুষ্ঠান করতেন তিনি। মূলত হাকিমাবাদ এলাকায় থাকত তাঁর অনুষ্ঠান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ১৮:৫২
Share:

রেশমা।

পাক মহিলা শিল্পীর ওপর ফের হামলার ঘটনা। সম্প্রতি পাক গায়িকা তথা অভিনেত্রী রেশমাকে গুলি করে খুন করা হয়েছে বলে খবর। অভিযোগের তির তাঁর স্বামীর দিকে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের নওশেরা কলন এলাকায়।

Advertisement

জিও টিভির খবর অনুযায়ী, রেশমা তাঁর স্বামীর চতুর্থ স্ত্রী ছিলেন। নিজের ভাইয়ের সঙ্গে মিলিত ভাবে লাইভ অনুষ্ঠান করতেন তিনি। মূলত হাকিমাবাদ এলাকায় থাকত তাঁর অনুষ্ঠান।

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রেশমার স্বামী বাড়িতে ঢুকে হঠাত্ই তাঁর গায়ে আগুন ধরিয়ে দেন। তার পর নাকি তিনি পালানোর চেষ্টা করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন, গৃহবধূরা ভারতের সবচেয়ে বড় সিইও, বলছেন ঐশ্বর্যা

খাইবার পাখতুঙ্খওয়া এলাকায় সাম্প্রতিক অতীতে এর আগে ১৪ বার পাক মহিলা শিল্পীর ওপর হামলার ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে প্রায় একই ধরনের ঘটনায় ম়ঞ্চের ওপরই গুলি করে মারা হয় অভিনেত্রী সুনুবুলকে। রেশমার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement