রহস্যমৃত্যু পাক নেটপ্রভাবীর। ছবি: সংগৃহীত।
ফের পাকিস্তানের বিনোদন জগতে রহস্যমৃত্যু। পাকিস্তানি নেটপ্রভাবী সুমীরা রাজপুতের মৃত্যু নিয়ে শুরু হয়েছে জলঘোলা। পাকিস্তানের সিন্ধ প্রদেশের বাড়িতে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। সুমীরার একমাত্র কন্যা দাবি করেছে, বিষ খাইয়ে খুন করা হয়েছে তার মাকে। এমনকি, সুমীরাকে জোর করে বিয়ে দেওয়া হয় বলেও জানায় ১৫ বছরের কন্যা।
সেই ১৫ বছরের কিশোরীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সুমীরার ময়নাতদন্ত রিপোর্টেও উঠে এসেছে বিষক্রিয়ার জেরেই মৃত্যু হয়েছে নেটপ্রভাবীর। সুমীরার কন্যা ছাড়া পরিবারের অন্য কেউ এই মৃত্যু নিয়ে কোনও মন্তব্য করেননি। এই ঘটনায় বাবু রাজপুত ও মহম্মদ ইমরান নামে দুই ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনায় এখনও কোনও এফআইআর দায়ের হয়নি পরিবারের পক্ষ থেকে।
পাকিস্তানে যথেষ্ট জনপ্রিয় নেটপ্রভাবী সুমীরা। টিকটকে তাঁর ৫৮ হাজার অনুসরণকারী। এক একটি ভিডিয়োয় লক্ষ লক্ষ ‘ভিউ’ হয় বলেও জানা গিয়েছে। তাই তাঁর মৃত্যুতে বড় ধাক্কা লেগেছে পাকিস্তানের নেটপাড়ায়। তার কারণ, দিনকয়েক আগেই পাকিস্তানের আরও এক নেটপ্রভাবী সানা ইউসুফের মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায়। নিজের বাড়িতেই খুন হয়েছিলেন ১৭ বছর বয়সি নেটপ্রভাবী।
এক মাস আগেই পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যুও শিরোনামে উঠে আসে। ঘটনা ছিল শিউরে ওঠার মতো। মৃত্যুর ৯ মাস পরে অভিনেত্রীর দেহ উদ্ধার করা হয়েছিল। করাচির প্রতিরক্ষা দফতরের আবাসন থেকে উদ্ধার হয়েছিল পাকিস্তানি অভিনেত্রীর পচাগলা দেহ। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছিল, ৩২ বছরের হুমাইরা আসগরের মৃত্যু হয় থাকতে পারে সপ্তাহ দুয়েক আগে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট জানায়, প্রায় ৮-১০ মাস ধরেই মৃত অবস্থায় ওই বন্ধ ঘরে পড়েছিলেন হুমাইরা। তাঁর শরীরে পোকা ধরে গিয়েছিল, গলে গিয়েছিল মাংস।