আতিফের জীবনে ঘটল কোন বিপর্যয়? ছবি: সংগৃহীত।
পহেলগাঁও কাণ্ড এবং তার পর ‘অপারেশন সিঁদুর’। ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি হয়েছে গত কয়েক মাসে। তার পরই বন্ধ হয়ে গিয়েছে দু’দেশে সাংস্কৃতিক আদান-প্রদান। গান বা অভিনয়ের ক্ষেত্রে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা হয়েছে এ দেশে, বন্ধ করে দেওয়া হয়েছে তাঁদের সমাজমাধ্যমের পাতা।
অথচ, এ দেশে জনপ্রিয়তা রয়েছে পাক-শিল্পীদের। তাঁদের মধ্যে অন্যতম গায়ক আতিফ আসলাম। অসংখ্য ভারতীয় ছবিতে গান গেয়েছেন তিনি। সবই পেয়েছে মানুষের ভালবাসা। যদিও এই মুহূর্তে প্লেব্যাক কমেছে, তবে দেশে-বিদেশে বহু অনুষ্ঠান করছেন তিনি। এর মাঝে স্বজনবিয়োগ। শোকে মর্মাহত আতিফ।
জানা গিয়েছে, মাসখানেক আগে বাবাকে হারিয়েছেন আতিফ। যদিও এত দিন কষ্ট চেপে রেখেছিলেন। এ বার প্রকাশ্যে আনলেন বাবার মৃত্যুর খবর। ৭৭ বছর বয়সে মৃত্যু হয় আতিফের বাবার। পাকিস্তানের লাহোরে মৃত্যু হয় তাঁর। আতিফ শোক প্রকাশ করে লেখেন, ‘‘বিদায় আমার লৌহপুরুষ। তোমাকে মনে পড়বে আব্বু।’’
আতিফের বাবার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের বহু তারকা, এমনকি পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীও শোক প্রকাশ করেছেন গায়কের বাবার মৃত্যুতে।