Rabi Pirzada

নুড ভিডিয়ো লিকের পর বড়সড় সিদ্ধান্ত ঘোষণা সেই বিতর্কিত পাক গায়িকার

অনেকে আবার বলছেন, রাবির প্রাক্তন প্রেমিকই নাকি এই ঘটনার জন্য দায়ী। ব্যক্তিগত আক্রোশ মেটাতেই নাকি অনলাইনে রাবির ওই সব ছবি ও ভিডিয়ো ফাঁস করা হয়েছে। কেউ আবার বলছেন, নিজেই নিজের ভিডিয়ো তুলেছিলেন রাবি। অসাবধানেই হয়ত সে সব ফাঁস হয়ে গিয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ১৪:০৫
Share:

রাবি পিরজাদা এবং তাঁর টুইট। গ্রাফিক- তিয়াসা দাস।

বিনোদন জগতকে চিরবিদায় জানালেন সেই বিতর্কিত পাকিস্তানি গায়িকা রাবি পিরজাদা। সোমবার অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে রাবি একটি পোস্ট করেন, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘আমি, রাবি পিরজাদা, চিরদিনের জন্য শো-বিজ কে বিদায় জানাচ্ছি। আল্লাহ যেন আমার সমস্ত ত্রুটি মার্জনা করেন। সবার হৃদয়কে আমার প্রতি সমব্যথি করে তুলুক ঈশ্বর।’

Advertisement

বিনোদন জগতকে চিরতরে বিদায় জানানোর মতো আকস্মিক সিদ্ধান্তে হতাশ রাবির অনুরাগীরা। তাঁর ওই পোস্টে কেউ লিখেছেন, ‘খুব খারাপ লাগছে রাবি তোমাকে এ রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে দেখে। শক্ত থাকো। দেখো, সব ঠিক হয়ে যাবে।’ আবার কেউ লিখেছেন, ‘তোমায় ভালবাসি, সম্মানের সঙ্গে আবার ফিরে এসো।’

দু’দিন আগে হঠাৎই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় ওই গায়িকার একান্ত ব্যক্তিগত কিছু ভিডিয়ো ও ছবি। কী ভাবে সেগুলো সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে গেল তা পরিষ্কার ভাবে এখনও পর্যন্ত জানা না গেলেও নেটিজেনদের একাংশ মনে করছেন, পাকিস্তানের মেজর জেনারেল আসিফ গফুরের সঙ্গে একটি ‘আইটেম সং’-কে কেন্দ্র করে রাবির বাকযুদ্ধই এর অন্যতম কারণ।

Advertisement

আরও পড়ুন-অনলাইনে ফাঁস সেই পাকিস্তানি গায়িকার অন্তরঙ্গ ছবি ও নুড ভিডিয়ো!

অনেকে আবার বলছেন, রাবির প্রাক্তন প্রেমিকই নাকি এই ঘটনার জন্য দায়ী। ব্যক্তিগত আক্রোশ মেটাতেই নাকি অনলাইনে রাবির ওই সব ছবি ও ভিডিয়ো ফাঁস করা হয়েছে। কেউ আবার বলছেন, নিজেই নিজের ভিডিয়ো তুলেছিলেন রাবি। অসাবধানেই হয়ত সে সব ফাঁস হয়ে গিয়েছে।

দেখুন রাবির সেই টুইট

রাবির জীবনে বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাপ দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন তিনি। ৩৭০ অনুচ্ছেদ রদের জন্য হাতে সাপ নিয়ে মোদীর উদ্দেশে তোপ দেগে বলেছিলেন, ‘‘মোদী তুমি কাশ্মীরিদের হেনস্থা করছ। দেখ, তোমার জন্য আমি কী তৈরি করছি। নরকে গিয়ে মরার জন্য প্রস্তুত হও।’’

আরও পড়ুন-এবার পোশাক নিয়েও ট্রোলের মুখে নুসরত!

শুধু তাই নয়, আত্মঘাতী বোমারু জ্যাকেট পরেও মোদীকে হুমকি দিয়েছিলেন তিনি। সেই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের শিকারও হয়েছিলেন রাবি পিরজাদা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement