Shefali Jariwala death

‘আমার শরীরের প্রতিটি কোষে ও থাকবে’, শেফালীর জন্য বড় সিদ্ধান্ত স্বামী পরাগ ত্যাগীর

ভেঙে পড়েছিলেন শেফালীর স্বামী পরাগ ত্যাগী। বিবাহবার্ষিকী উপলক্ষে এ বার সেই প্রয়াত স্ত্রীকেই ‘ফিরিয়ে’ আনলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১৫:১৯
Share:

শেফালীর জন্য বড় কাণ্ড পরাগের। ছবি: সংগৃহীত।

এ ভাবেও ফেরানো যায় প্রিয় মানুষকে! বছর ৪২-এর অভিনেত্রী শেফালী জরীওয়ালার আকস্মিক মৃত্যুতে হতবাক হয়ে গিয়েছিল গোটা বলিউড। ভেঙে পড়েছিলেন শেফালীর স্বামী পরাগ ত্যাগী। বিবাহবার্ষিকী উপলক্ষে এ বার সেই প্রয়াত স্ত্রীকেই ‘ফিরিয়ে’ আনলেন তিনি।

Advertisement

বয়স ধরে রাখার ওষুধ খাওয়ার জেরেই কি হৃদ্‌রোগে আক্রান্ত হন শেফালী? এই নিয়ে দীর্ঘ দিন ধরে কাটাছেঁড়া চলে বিভিন্ন মহলে। কিন্তু এই সবে কান দেননি পরাগ। বরং স্ত্রীর ইতিবাচক দিকগুলিই বার বার তুলে ধরেছিলেন তিনি। এ বার নিজের শরীরে স্ত্রীকে ‘ফিরিয়ে’ নিয়ে এলেন পরাগ। ১৫তম বিবাহবার্ষিকী উপলক্ষে নিজের শরীরে স্ত্রীর মুখের ছবি উল্কি করিয়ে নিলেন পরাগ।

একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, নিজের বুকে শেফালীর একটি হাসিমুখের ছবি উল্কি করাচ্ছেন পরাগ। এই উল্কির মাধ্যমেই স্ত্রীর প্রতি ভালবাসা প্রকাশ করেছেন পরাগ ত্যাগী। এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে তিনি লেখেন, “বন্ধুরা। অবশেষে অপেক্ষার অবসান। ১৫তম বিবাহবার্ষিকীতে পরীকে এটাই আমার উপহার। ও সব সময়ে আমার হৃদয়ে এবং আমার শরীরের প্রতিটি কোষে থেকে যাবে। এ বার সেটা সকলেই দেখতে পারবেন।”

Advertisement

পরাগের এই উল্কি দেখে মুগ্ধ নেটাগরিক। কেউ লিখেছেন, ‘‘এমন স্বামী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।’’ আবার কেউ বলছেন, ‘‘এই হল সত্যিকারের ভালবাসা। উল্কি করাতে সাহস লাগে! এমন ভালবাসাই সারা জীবন থেকে যায়।’’

উল্লেখ্য, গত ২৭ জুন মৃত্যু হয়েছে শেফালী জরীওয়ালার। চিকিৎসকেরা জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। কিন্তু তিনি নাকি চিকিৎসকের পরামর্শ ছাড়াই বয়স ধরে রাখার ওষুধ খেতেন অনিয়ন্ত্রিত ভাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement