Bijaya Sammiloni At Raj Chakraborty's House

হাঁড়ি বাজিয়ে গলা ছেড়ে গান! ক্যামেরায় শুভশ্রী, লক্ষ্মীপুজোর আগের দিন কোথায় শুটিং?

এক ছাদের তলায় একাধিক তারকা। ক্যামেরা হাতে দেখা গেল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। শুটিং চলছে? কাদের নিয়ে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১০:০০
Share:

অভিনয় নয়, পরিচালনায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়? ছবি: ফেসবুক।

গলা খুলে গাইছেন তাঁরা। কারও হাতে গিটার। কেউ বাজাচ্ছেন বিশেষ তালবাদ্য। একজন কোলের উপরে উপুড় করে বসিয়ে নিয়েছেন অ্যালুমিনিয়ামের হাঁড়ি! সেখানেই তাল ঠুকছেন তিনি! পুরোটা ক্যামেরাবন্দি করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Advertisement

লক্ষ্মীপুজোর আগের রাতে কি নতুন ছবির শুটিং চলছিল? টলিপাড়ায় গুঞ্জন, শুটিং নয়, রাজের বাড়িতে বিজয়ার বৈঠক বসেছিল। উপস্থিত ছিলেন যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তী, সস্ত্রীক অনিরুদ্ধ রায়চৌধুরী, কৌশিক গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ। খাওয়াদাওয়ার সঙ্গে গান-বাজনার আয়োজনও ছিল। সেখানে ‘মহীনের ঘোড়াগুলি’র গান গাইতে শোনা গেল যিশু-পরমব্রত-অনিরুদ্ধকে। পাঞ্জাবি-পাজামায় শোভিত পরমব্রতর হাতে গিটার। হাঁড়ি বাজিয়ে গাইতে দেখা গিয়েছে অনিরুদ্ধকে।

বাড়ির কর্ত্রী হিসাবে অতিথিদের তদারকির পাশাপাশি গান-আড্ডাতেও উপস্থিত ছিলেন রাজ-ঘরনি। তারকাখচিত এমন বৈঠক ক্যামেরাবন্দি না করে থাকা যায়? শুভশ্রী তাই এ দিন কিছু ক্ষণের জন্য চিত্রগ্রাহক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement