রাঘব প্রধানমন্ত্রী হোক কেন চান না পরিণীতি? ছবি: সংগৃহীত।
এক সময় রাজ্যসভার সর্বকনিষ্ঠ সাংসদ ছিলেন রাঘব চড্ডা। আম আদমি পার্টির অরবিন্দ কেজরীওয়ালের অন্যতম পরামর্শদাতা ছিলেন। ২০১৯ থেকে আম আদমি পার্টির সঙ্গে যুক্ত তিনি। পঞ্জাব বিধানসভায় আম আদমি পার্টির জয়ে বড় ভূমিকা ছিল রাঘবের। তার বছর খানেকের মাথায় অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন নেতা। বিয়েতে হাজির ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, পঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর মতো রাজনৈতিক নেতারা।
যদিও অভিনেত্রী বরাবর বলে এসেছেন, তিনি রাজনীতির থেকে শত হস্ত দূরে। এমনকি জীবনে কখনও রাজনীতিবিদ্কে বিয়েও করবেন না বলে জানিয়েছিলেন একবার। কিন্তু নিয়তির লিখন। ঘুরে ফিরে নেতার স্ত্রী-ই হতে হয়েছে অভিনেত্রীকে। সব সময় ভয় পান তিনি, যেন কোনও দিন প্রধানমন্ত্রী না হয়ে বসেন রাঘব।
আগে রাজনীতি নিয়ে তেমন কোনও উৎসাহ ছিল না পরিণীতির। রাঘবকে বিয়ের পর রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখা শুরু করেছেন। এ দিকে সুখী দাম্পত্যের চাবিকাঠি হিসেবে রাঘব সব সময় বলেছেন, স্ত্রীর সুরে সুর মেলালেই জীবনে সুখী হওয়ায় যাবে। মাঝে এক সময় চোখে অস্ত্রোপচারের কারণে খানিক আড়ালেই ছিলেন রাঘব। এ বার ফের নামছেন রাজনীতির ময়দানে। তাঁর ইচ্ছে রয়েছে, কখনও দেশের রাজপাট সামলাবেন। সে জন্যই পরিণীতির শরণাপন্ন রাঘব। রোজ সকালে উঠে তিনি পরিণীতিকে প্রার্থনা করতে বলেন, ‘‘আমার স্বামী যাতে প্রধানমন্ত্রী না হয়ে বসে।’’
আসলে রাঘবের বিশ্বাস করেন, তাঁর স্ত্রী মন থেকে কিছু চাইলে তার বিপরীতটাই ঘটবে। তাঁর কথায়, ‘‘আমার স্ত্রী যেমন রাজনীতিবিদকে বিয়ে না করতে চাননি, কিন্তু ঠিক তা-ই ঘটেছে। ও যখন মন থেকে কিছু চায় তার উল্টোটাই ঘটে।’’