স্বামী রাঘবের যোগ্য নন, কেন এমন মনে করেন পরিণীতি? ছবি: সংগৃহীত।
গত মাসেই মা হয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার পর থেকেই বিভিন্ন সময় সমাজমাধ্যমে মা হওয়ার পরবর্তী অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। এ বার স্বামী রাঘব চড্ঢার জন্য দিলেন বিশেষ বার্তা। পরিণীতি নাকি চিন্তায়, আদৌ তিনি রাঘবের যোগ্য কি না!
স্বামী রাজনীতিবিদ, তিনি অভিনেত্রী। দুটো ভিন্ন পেশার মানুষ, তবু দারুণ বোঝাপড়া তাঁদের। বিয়ের পর থেকে অনেকটাই কাজ কমিয়েছেন পরিণীতি। এ দিকে রাজনীতিতে ব্যস্ততা আপাতদৃষ্টিতে কমেছে রাঘবের। এর মাঝে পুত্রসন্তানের বাবা-মা হলেন তাঁরা। স্বামীর জন্মদিনে আবেগতা়ড়িত অভিনেত্রী লেখেন, ‘‘ঠিক যখন ভাবি, এর চেয়ে বেশি ভাল হয়তো তুমি হতে পারবে না, তখনই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হয়ে দেখিয়েছ, ততটাই ভাল ছেলে, তেমন ভাল স্বামী তুমি। আমি শুধু দেখি তুমি ঠিক কতটা পরিশ্রম করো, নিজের কর্মজীবন ও ব্যক্তিজীবনের মধ্যে সমতা বজায় রাখতে। ঈশ্বরকে জিজ্ঞাসা করি, আমি কি আদৌ তোমার যোগ্য?’’ স্বামীর জন্মদিনে এমনই এক আদুরে বার্তা জানিয়ে আবেগতাড়িত পরিণীতি।